,

আউশকান্দিতে স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়কের উদ্ধোধন

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত আজলপুর-উমরপুর সড়কের ফিতা কেটে উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোঃ মতিউর রহমান পেয়ারা, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহিবুর রহমান হারুন, হাজী জয়তুন মিয়া, ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান, জাপা নেতা ইলিয়াছ মিয়া, লন্ডন প্রবাসী হাজী রউয়াব উল্লা, প্রবীন মুরব্বী আব্দুল খালিক, কাজী শাহেদ মিয়া, হুছন আলী, আলাউর রহমান, আশিক মিয়া, আজহার আলী, রবিউল হক, সৈয়দ জুনায়েদ আলী, সৈয়দ দীপলু মিয়া, ওসমানী স্মৃতি পরিষদেও সভাপতি বদরুজ্জামান চানু, সাংবাদিক বুলবুল আহমদ, আব্দুল তাহিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাপা নেতা ডা. আব্দুল কুদ্দছ। অনুষ্ঠান শেষে সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমি রাখায় আজলপুর গ্রামের কুয়েত প্রবাসী হাজী জয়তুন মিয়াকে গ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য যে, গত ৩ ফেব্র“য়ারি সকালে অত্র এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে সড়কটির নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়। রাস্তাটি নির্মাণে আজলপুর, মংলাপুর, ইসলামপুর, বনগাঁও, পারকুল ও পাহাড়পুর ও উমরপুর গ্রামের সহস্রাধিক মানুষের মহাসড়কের সঈদপুর বাজারে যাতায়াতের পথটি সুগম হলো। যুগ যুগ ধরে সুবিধা বঞ্চিত এলাকাবাসীর ঐ রাস্তাটি নির্মাণের জন্য স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ সরকারের বিভিন্ন মহলে একাধিকবার আবেদন জানিয়ে কোন কাজ না হওয়াতে অবশেষে গ্রামবাসীর স্ব-উদ্যোগে রাস্তাটি নির্মাণ কাজ শেষ করেন। সড়কটি নির্মাণে আজলপুর গ্রামের লোকজন যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।


     এই বিভাগের আরো খবর