,

নবীগঞ্জের কানাইপুর গ্রামে চাঁদা না দেওয়ায় গ্রীস প্রবাসীর উপর হামলা

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামে চাঁদা না দেওয়ায় গ্রীস প্রবাসীর উপর হামলা চালানো হয়েছে। এব্যাপারে গ্রীস প্রবাসীর বড় ভাই মোঃ সদর আলী ৬ জনকে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরনে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মৃত বাজিদ আলীর পুত্র গ্রীস প্রবাসী তাবেদ আলী দীর্ঘ ২৫ বছর প্রবাস জীবন কাটিয়ে কয়েকমাস পূর্বে স্থায়ীভাবে বাড়ীতে চলে আসেন। দেশে আসার পর থেকেই একই গ্রামের মৃত মতলিব মিয়া (বাইংগন) এর পুত্র মো বোদর মিয়া, মৃত জিলু মিয়ার পুত্র মোঃ রাজু মিয়া, বোদর মিয়ার পুত্র মোঃ লিটন মিয়া, জসিম উদ্দিনের পুত্র মোঃ নাজিম উদ্দিন, এনাম উদ্দিন ও ছালেক মিয়ার পুত্র মোঃ এলেমান মিয়া ওই গ্রীস প্রবাসীকে চাঁদার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে আসছিলো। ওই চক্রটি গ্রামের খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ওই চক্রটি তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার বিকালে গ্রীস প্রবাসী তাবেদ আলী পাশ্ববর্তী তিমিরপুর গ্রামে তার একটি জলমহাল দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তিমিরপুর সংলগ্ন ওয়াসিম শাহ্ এর মোকাম বাড়ীর সামনের রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই চক্রটি তাবেদ আলীর উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের হামলায় গ্রীস প্রবাসী গুরুতর আহত হয় এবং তার ডান হাত ভেঙ্গে যায়। এসময় তারা তাবেদ আলীর পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গ্রীস প্রবাসী তাবেদ আলীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর