,

সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম বাউসা ইউনিয়ন : কে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন !

আলী হাছান লিটন ॥ ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ঘোষিত তফশীল অনুযায়ী ৪র্থ দফায় আগামী ৭মে অনুষ্ঠিত হবে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইতিমধ্যে বাউসা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছেন। চায়ের দোকান, সালিশ বৈঠক, নবীন প্রবীনের আড্ডা, অফিস পাড়া সর্বত্রই এখন আলোচিত হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে। সম্ভাব্য চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা যার যার মতো করে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে চেয়ারম্যান নির্বাচন হওয়ার কারণে দলীয়ভাবেও চলছে ব্যাপক প্রস্তুতি। প্রচার প্রচারণার কৌশল হিসাবে ষ্টিকার, ক্যালেন্ডার, শুভেচ্ছা ব্যানার, ফেষ্টুন বিতরণ করছেন কেউ কেউ। বিবাহ অনুষ্ঠান, খেলাধুলা ও জানাযাসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। বাউসা ইউনিয়নের প্রতিটি গ্রামে কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছেন অনেক প্রার্থী। এ ইউনিয়নে নির্বাচনী লড়াইয়ে প্রবীনদের সাথে নবীনরাও পিছিয়ে নেই। প্রার্থীদের নিয়ে নানা বিশ্লেষন করছেন ভোটাররা। হিসেবে করছেন জনপ্রতিনিধিদের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড নিয়ে। বাউসা ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির প্রায় ডজন খানেক প্রার্থীরা দলীয় মনোনয়ন লাভের আশায় হাইকমান্ডের সাথে জোড় লবিং চালিয়ে যাচ্ছেন। কে কে পাচ্ছেন প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপি’র মনোনয়ন এনিয়ে ইউনিয়নের হাট বাজার ও চায়ের ষ্টল গুলো আলোচনায় সরব থাকে সবসময়। বাউসা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, লন্ডন প্রবাসী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুল মুহিত দুলু। বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে রয়েছেন, অত্র ইউনিয়নের ৩ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ারুর রহমান, বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা মাওঃ নুরুল ইসলাম এর পুত্র তরুন প্রজন্মের এইচ, এম মাসুদ বিন্ নূর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুর রহমান মজিদ, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য শেখ সাদিকুর রহমান শিশু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা এস.এম নজরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর সহধর্মিনী ডেইজি সিদ্দিকা। জাতীয় পার্টিসহ অন্যান দলের কোন প্রার্থীর প্রচার প্রচারণা এখন পর্যন্ত লক্ষ করা যায়নি। তবে মাঠ জরিপে আওয়ামীলীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন লন্ডন প্রবাসী সাবেক ছাত্রনেতা জুনেদ হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক। বিএনপি মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন বাউসা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ারুর রহমান। এদিকে তরুন প্রজন্মের এইচ, এম মাসুদ বিন্ নূর এর নাম ও শুনা যাচ্ছে।


     এই বিভাগের আরো খবর