,

বাহুবলে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক- নিজেকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার বিকল্প নেই

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একুশে বইমেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক সাবিনা আলম প্রধান অতিথি হিসেবে বই মেলর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন অভিবাবকদের উচিত সন্তানদের হাতে বয়স উপযোগী মানসম্মত বই তুলে দেয়া। সম্প্রতি বই পড়ার পরিবর্তে তরুনেরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। নিজেকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার বিকল্প নেই। এতে করে নতুন প্রজন্মের মধ্যে একটি নিজস্ব ভূবন তৈরী হবে। যা তাদেরকে আরো বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার সুমনা আল-মজিদ, বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ-র উপস্থাপনার এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতি ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর