,

খালেদার জিয়ার বাসায় অতিথি নিশা দেশাই ॥

সময় ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে অতিথি হয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই। তিনি ২৮ নভেম্বর সন্ধ্যা ছয়টায় তার গুলশানের বাসভবনে যাবেন। সেখানে তার সঙ্গে বৈঠকও করবেন। এক ঘন্টার মতো সময় অতিবাহিত করতে পারেন। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের বাসায় নিশা দেশাইয়ের যাওয়ার বিষয়টি চুড়ান্ত হয়েছে। প্রথমে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল বৈঠকটি ২৮ নভেম্বর হতে পারে। তখন জায়গাও ঠিক ছিল না। কারণ বিএনপি চেয়ারপারসন এখন এমপি নন, সরকারে, বিরোধী দলের কোনটি নেই। এই কারণে এই বৈঠকটি সরকারি কোন বৈঠক নয়। ব্যক্তিগত পর্যায়ে ও মার্কিন সরকারের প্রতিনিধি হিসাবে নিশা দেশাই খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। এর আগে নিশা দেশাই সফরকালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা ছিলেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি শিমুল বিশ্বাস আজকের বৈঠকের তারিখ, সময় ও স্থানের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ম্যাডামের গুলশানের বাসায় আসবেন। দুই জনের মধ্যে বৈঠক হবে। বৈঠকে বিএনপির তরফে কে কে থাকতে পারেন জানতে চাইলে তিনি বলেন, এটা এখন আমরা বলতে চাই না। কারণ আমার টেলিফোনটা টেপ হয়। যারা টেপ করেন তারা এই ব্যাপারে আগাম তথ্য পেয়ে যাক এটা চাইছি না। কারণ তারা আগাম তথ্য নিয়ে কত রকম সমস্যা করতে পারেন। বৈঠকে নিশা দেশাইকে কি কি জানানো হবে জানতে চাইলে বলেন, এটাও ঠিক একই কারণে বলা যাচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একটি সূত্র জানায়, নিশা দেশাইয়ের সঙ্গে বৈঠকের সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে থাকতে পারেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শমসের মুবিন চৌধুরী, রিয়াজ রহমান, ড. আব্দুল মঈন খান, ড. ওসমান ফারুক প্রমূখ। তাকে কি কি বিষয়ে জানানো হতে পারে জানতে চাইলে সূত্র জানায়, বিএনপি কোন নালিশ করবে না। তবে এটা জানাবে যে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও বিএনপি জোট এবং দেশের সাধারণ মানুষ যে সব কথা বলে আসছিলেন তা সত্য। আর সেটা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম নিজেই। তার কথা মিথ্যে নয়। এই জন্য তিনি ঢাবিতে ছাত্রলীগের যে অনুষ্ঠানে বক্তৃতা করেছেন ওই অনুষ্ঠানের অডিও, ভিডিও, (যা ইংরেজীতে অনুবাদ করা), তার কথা বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে এসেছে এর কপি, সিডি, এর পরে এনিয়ে যেসব কথা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, পরবর্তীতে প্রধানমন্ত্রী তার ব্যাপারে মন্ত্রী পরিষদে কি বলেছেন, এইচ টি ইমাম সংবাদ সম্মেলন করে কি বলেছেন এর সব প্রমাণাদি তৈরি করেছেন। তারা এর মাধ্যমে প্রমাণ করতে চাইছেন বিএনপি নির্বাচন নিয়ে যে অভিযোগ করেছে তা শতভাগ সত্যি। ইতোমধ্যে এই ব্যাপারে সব তৈরি করা হয়েছে। পাশাপাশি সরকার দেশের যেসব সমস্যা তৈরি করেছে সেটা নিয়েও কথা বলবে। সূত্র জানায়, এরমধ্যে তৈরি পোশাক খাত, মানবাধিকার লঙ্ঘন, বিদ্যুৎ, মানবতাবিরোধী অপরাধের বিচার, দুর্নীতি, দুর্নীতি দমন কমিশন দ্বারা বিএনপি নেতাদের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে জানাতে পারেন। বিএনপির নেতা কর্মীদের বিচারের নামে হয়রানি, বন্দি করে রাখা, নির্যাতনেরও চিত্র তুলে ধরবেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার ব্যাপারে ও বন্দী সাংবাদিকদের বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। তাদের মুক্তি চাইছেন সেটাও বলবেন। পাশাপাশি এই সরকারের প্রতি জনগনের মনোভাবও তুলে ধরে তারা কি বলে আসছেন, কেমন করে নির্বাচন চান সেগুলো জানাতে পারে। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরো উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এর বাইরে নিশা দিশাই যেসব বিষয় জানতে চাইবেন সেগুলোও বলবেন। উল্লেখ, নিশা দেশাই গতকাল ২৭ নভেম্বর ঢাকায় এসেছেন। তিনি ফিরে যাবেন আগামীকাল ২৯ নভেম্বর। তিন দিনের এই সফরে তিনি ব্যস্ত সময় পার করবেন। এদিকে সূত্র জানায়, নিশা দেশাই বেগম খালেদা জিয়ার বাসায় গেলে তার জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হবে। দেওয়া হবে উপহারও। এই ব্যাপারে খালেদা জিয়ার প্রেস সচিব বলেন, এখনই মেন্যুটা বলতে পারছি না। তবে তিনি যে ধরনের খাবার খেতে পছন্দ করেন সেইভাবে মেন্যু করা হবে। উপহারের বিষয়টি জানতে চাইলে জানান, এটা ম্যাডামই ঠিক করবেন।


     এই বিভাগের আরো খবর