,

নবীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন : এক প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ ॥ প্রার্থীতা বাতিলের দাবী

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ২২ ফেব্র“য়ারী সোমবার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১৩নং এলাকার (নবীগঞ্জ) নির্বাচন। এ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। গতকাল শনিবার উক্ত নির্বাচনে প্রার্থী ফারুক আহমেদ এর বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্ধী প্রার্থী কীর্তি নারায়ণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আকতার হোসেন টিটু ও আরেক প্রার্থী মোঃ লেবু মিয়া। রির্টানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান বরাবরে লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, নির্বাচনী আচরণ বিধি সর্ম্পকিত অঙ্গীকার নামায় প্রত্যেক প্রার্থী নির্বাচনী ব্যয় ২০,০০০/= (বিশ হাজার) টাকার মধ্যে সীমবদ্ধ রাখার অঙ্গীকার করেন। কিন্তু উল্লেখিত দু’প্রার্থী বিভিন্ন গ্রামে ভোটারদের সাথে আলাপ করে জানতে পারেন প্রতিদ্বন্ধী প্রার্থী ফারুক আহমেদ ভোটারদের কেন্দ্র নিয়ে আসার জন্য ৫০টি গাড়ী ভাড়া ও ভোটারদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন যাতে তার কমপক্ষে ২,৫০,০০০/= (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ব্যায় হবে। তাছাড়াও তার নির্বাচনী ব্যয়তোও আছেই। যা নির্বাচনী আচরণ বিধি লংঘন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করার জন্য উভয় প্রার্থী দাবী জানান। প্রার্থী আকতার হোসেন টিটু অন্য একটি অভিযোগে ফারুক আহমদ এর প্রার্থীতা বাতিলের দাবী জানান। তিনি অভিযোগে উল্লেখ করেন, পল্লী বিদ্যুৎ সমিতির বাই’ল সংশোধিত হয়েছে। সংশোধিত বাই’ল অনুযায়ী একজন ব্যক্তি তিন বারের বেশি পরিচালক হিসেবে নির্বাচিত হতে পারেন না। ফারুক আহমেদ ইতি মধ্যে চারবার নির্বাচিত/মনোনীত হয়েছেন। পল্লী বিদ্যুত সমিতির বাই’ল অনুযায়ী তিনি নির্বাচনে অংশ গ্রহন করতে পারেন না। তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি তিনি বিলম্বে জানতে পারার কারণে পূর্বে অভিযোগ করতে পারেননি। এব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এম.এস আব্দুল মুমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন।


     এই বিভাগের আরো খবর