,

নবীগঞ্জের ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ মে : প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা

মোঃ সেলিম তালুকদার ॥ দলীয় প্রতীকে প্রথমবারের মতো সারা দেশে ছয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রথম দফায় ৭৫২ ইউপির তফশীল ঘোষনা করা হয়েছে। প্রথম দফায় হবিগঞ্জ জেলার কোন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এ জেলার ৭৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন ৫ দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তালিকা অনুসারে ৪র্থ দফায় আগামী ৭মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছেন। চায়ের দোকান, সালিশ বৈঠক, নবীন প্রবীনের আড্ডা, অফিস পাড়া সর্বত্রই এখন আলোচিত হচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে। সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা যার যার মতো করে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে চেয়ারম্যান নির্বাচন হওয়ার কারণে দলীয়ভাবেও চলছে ব্যাপক প্রস্তুতি। প্রচার প্রচারণার কৌশল হিসাবে ষ্টিকার, ক্যালেন্ডার, শুভেচ্ছা ব্যানার, ফেষ্টুন বিতরণ করছেন কেউ কেউ। বিবাহ অনুষ্ঠান, খেলাধুলা ও জানাযাসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় রয়েছেন যারা- ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি সমর চন্দ্র দাশ, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সত্যজিত দাশ, ইউপি বিএনপির সভাপতি স্মৃতিভুষন দাশ, জাতীয় পার্টি নেতা ভুলা দাশ, শাহীন তালুকদার। ২নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মেহের আলী মহালদার, সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ছুবা, ইউপি বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, আওয়ামীলীগ নেতা জাকারিয়া হোসেন বকুল, লন্ডন প্রবাসী জাপা নেতা আবু নাসের, লন্ডন প্রবাসী দিদার আহমেদ, বিএনপি নেতা বজলুর রহমান। ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান লন্ডন প্রবাসী বিএনপি নেতা আব্দুল বাতেন, সাবেক চেয়ারম্যান লন্ডন প্রবাসী নজমুল ইসলাম নজরুল, ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান স্বপন, বজলুর রশিদ বজলু, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান আজিজ, যুবলীগ নেতা আশাহীদ আলী আশা, ইউপি জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, লন্ডন প্রবাসী আকিকুর রহমান, লন্ডন প্রবাসী আব্দুল হারিছ, লন্ডন প্রবাসী জাহিদুর হোসেন। ৪নং দীঘলবাক ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ছালিক মিয়া, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু সাঈদ এওলা মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, ইউপি বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লন্ডন প্রবাসী ফারুক আহমেদ, ইউপি জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, বিএনপি নেতা শামিম আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা রানা শেখ। ৫নং আউশকান্দি ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি দিলাওর হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মতিউর রহমান পেয়ারা, আওয়ামীলীগ নেতা মছদ্দর আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুরশেদ আহমদ, লন্ডন প্রবাসী মুহিবুর রহমান হারুন, যুবদল নেতা মুর্শেদ আলম মোশাহীদ, যুবলীগ নেতা আব্দুল হামিদ নিকসন। ৬নং কুর্শি ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আলী আহমেদ মুছা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, যুবলীগ নেতা লন্ডন প্রবাসী আব্দুল মুকিত, বিএনপি নেতা মির্জা আলী আজম রায়হান (খাদিম), যুবলীগ নেতা আব্দুল বাছিত চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উজ্জল সরদার, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন জাহিদ, লন্ডন প্রবাসী আবু তালিম চৌধুরী নিজাম, লন্ডন প্রবাসী শামসুল হুদা চৌধুরী বাচ্চুু, ইউপি জাপা সাধারন সম্পাদক মোঃ আফজল মিয়া। ৭নং করগাঁও ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ছাইম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ইউপি আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, আওয়ামীলীগ নেতা শৈলেন চন্দ্র দাশ, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান, করগাঁও ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল কদ্দুছ সাগর। ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান ইউপি বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, যুবলীগ নেতা আরাফাত চৌধুরী আজাদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, ছাত্রদল নেতা জাকির আহমেদ চৌধুরী। ৯নং বাউশা ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ারুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, সাবেক পৌর ছাত্রদল নেতা এইচ.এ মাসুদ বিন নূর, নবীগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, বিএনপি নেতা সাদিকুর রহমান শিশু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুর রহমান মজিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম। ১০নং দেবপাড়া ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার পাল রবি, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনছার তালুকদার, ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, লন্ডন প্রবাসী আবুল হোসেন, ইউপি যুবলীগের সভাপতি শামিম আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি কাপ্তান মিয়া, সাধারন সম্পাদক এডভোকেট জালাল আহমদ, বিএনপি নেতা আমীর হোসেন। ১১নং গজনাইপুর ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের গোলাপ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ, জেলা প্রজন্মলীগ সহ-সভাপতি লন্ডন প্রবাসী শেখ মাসুদুর রহমান মাসুদ, ইউপি বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, সাধারন সম্পাদক আবুল খায়ের কায়েদ, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাবের আহমদ চৌধুরী, বিএনপি নেতা শাহ মুস্তাকিম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, যুবলীগ নেতা জমসেদ আলী, সুহেল রানা তালুকদার, নবীগঞ্জ মর্ডান হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল আওয়াল, জাপা নেতা কাপ্তান মিয়া, ইউপি জাতীয় পার্টির সভাপতি ছুফি মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হক তুহিন। ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইউপি আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী, আনিছুজ্জামান চৌধুরী রতন, ইউপি বিএনপির সভাপতি আলহাজ্ব মেরাজ মিয়া, ইউপি জাতীয় পার্টির সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু মিয়া, লন্ডন প্রবাসী সাবেক মেম্বার জাফর মিয়া, লন্ডন প্রবাসী এলাইচ মিয়া, জাহাঙ্গীর চৌধুরী। ১৩নং পানিউমদা ইউনিয়ন- বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইজাজুর রহমান, সাবেক চেয়ারম্যান ইউপি বিএনপির সভাপতি আব্দুর রহমান, ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কর্পোরাল (অবঃ) লুৎফুর রহমান, যুব সংহতি নেতা মামুন খান, আওয়ামীলীগ নেতা এডভোকেট আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিবুল হাসান মামুন, শেফুল চৌধুরী, শাহিন মিয়া, আবিদুর রহমান।


     এই বিভাগের আরো খবর