,

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বাউসা গ্রাম এগিয়ে যাচ্ছে -ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান

আলী হাছান লিটন ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান বলেন, বাউসা গ্রামের ক্রিকেটাররা একদিন জাতীয় দলে জায়গা করে নিবে। গ্রামের যুবকরা ও তরুণ প্রজন্মের ছেলেদের সমন্বয়ে এ ধরণের প্রতিযোগীতার আয়োজন করে তারা প্রশংসা কুড়িয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বাউসা গ্রাম এগিয়ে যাচ্ছে। এ ধরণের প্রতিযোগিতা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম মাদকের কবল থেকে রক্ষা পাবে। বাউসা গ্রামের প্রতিযোগিতাগুলো সব সময় ক্রিকেট প্রেমীদের প্রেরণা যোগায়। বাউসা সিনিয়র আরসিসি ক্রিকেট ক্লাব ও রয়েল কাব কে আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি গতকাল শুক্রবার সকালে বাউসা গ্রামের দক্ষিণ মাঠে বাউসা সিনিয়র ক্রিকেট ক্লাব আরসিসি ও রয়েল ক্লাবের মধ্যে একটি টি-টুয়েন্টি প্রীতি ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রায় ৫ শতাধিক দর্শকের উপস্থিতিতে তুমুল প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় অল্প রানের ব্যবধানে বাউসা রয়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিসি ক্রিকেট ক্লাব। খেলা শেষে বাউসা ইউপি যুবদলের সিনিয়র সহ-সভাপতি সমরাজ আলীর সভাপতিত্বে ও বাউসা যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরেজিষ্ট্রার অফিসের ডিড রাইটার স্বপন চক্রবর্ত্তী, বাউসা যুব সংঘের সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ বাছিতুর রহমান চৌধুরী, ধুলচাতল তাজিয়া মুবাশ্বিরিয়া আলীম মাদ্রাসা গভর্নিং বডির সদস্য, ইউনিয়ন উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ চৌধুরী, সততা যুব সংঘের সভাপতি শাহ রুহেল আহমেদ, ইউপি আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন সিনিয়র ক্রিকেটার আলমগীর আহমেদ, আবুল কাশেম, সাজিদুর রহমান, শাহ সেবুল আহমেদ, আবির আহমেদ, আইনুল ইসলাম, অর্জুন ঘোষ, উত্তম ঘোষ, মোঃ শাকিল আহমেদ। চ্যাম্পিয়ান দলের অধিনায়ক মুবাশ্বির আলী সুমন ও আশরাফুর হাসান ফাহাদের হাতে ১ম পুরস্কার ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ারুর রহমান। রানার্স আপ দলের অধিনায়ক বাউসা রয়েল ক্লাবের তানভীর আহমেদ তুহিন ও মীর্জা রেদওয়ান এর হাতে ২য় পুরস্কার ১টি ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও খেলা আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ।


     এই বিভাগের আরো খবর