,

নবীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার- আইন শৃংখলার উন্নয়নে পুুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে

মতিউর রহমান মুন্না ॥ এলাকার আইন শৃংখলার উন্নতি রাখতে হলে পুলিশের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই সম্ভব হবে এলাকার আইনশৃংখলা স্থিতিশীল রাখা। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ থাকলে নির্ভয়ে বলতে পারেন, এতে পুলিশী কোন ঝামেলা পোহাতে হবে না। এ ব্যাপারে জেলার পুলিশ সুপার হিসেবে আপনাদের পাশে থাকবো। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র উপরোক্ত কথা গুলো বলেন। থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন। জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষের স্বতস্পুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার মোঃ সাজিদুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), জাপা সভাপতি শাহ আবুল খয়ের, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, এডভোকেট মাসুম আহমদ জাবেদ, মোঃ ছাইম উদ্দিন, আব্দুল মুক্তাদির চৌধুরী, সমর চন্দ্র দাশ, মেহের আলী মহালদার, সৈয়দ খালেদুর রহমান, আবুল খায়ের গোলাপ, লন্ডন প্রবাসী তরাজ মিয়া চৌধুরী, আবু সিদ্দিক, মোজাহিদ আলম, সুখেন্দু রায় বাবুল, শামীম আহমদ চৌধুরী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, জাকির হোসেন, প্রানেশ চন্দ্র দেব, কবির মিয়া, আব্দুস ছালাম, সাবেক কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদ, চ্যানেল এস প্রতিনিধি ও সিলেটের ডাক প্রতিনিধি রাকিল হোসেন, শিক্ষক রুবেল মিয়া, আশিষ কুমার দাশ, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, প্রবাসী ফারুক আহমদ, মহিবুর রহমান হারুন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী প্রমূখ। এ সময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিভিন্ন বক্তার নানা প্রশ্নের জবাব দিয়ে বলেন, অপরাধ দমনে পুলিশের একার পক্ষে কাজ করা অসম্ভব। এখানে প্রয়োজনীয় লোকবল ও যান বাহন সমস্যা রয়েছে প্রকট। সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। তাই এলাকার আইনশৃংখলা রক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তদন্তে প্রমানিত হলে কটোর ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানে বক্তাগণ নবীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষ জনক উল্লেখ করে পুলিশ সুপারসহ নবীগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান।


     এই বিভাগের আরো খবর