,

গাছের কান্ড না অলৌকিক হাত ! একনজর দেখার জন্য শত শত মানুষের ভীড়

জসিম উদ্দিন তালুকদার ॥ নবীগঞ্জে উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে শাহ্ আলী সৈয়দ নাছির উদ্দিন পীর’র মাজারের পাশ্ববর্তী শত বছরের পুরনো বটগাছের ভিতরে অলৌকিক হাতের সন্ধান পাওয়া গেছে। এমন খবর ছরিয়ে পড়ে গত রবিবার সন্ধায়। খবরটি পাওয়া মাত্রই উপজেলার বিভিন্ন এলাকার মানুষ একনজড় দেখার জন্য হাজির হন সেখানে অনেকেই ছবি তুলে ফেইসবুকে স্ট্যাটাস দেন। মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে দেশে বিদেশে, রাত থেকেই এলাকার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসেন এনাতাবাদ গ্রামের ঐ বটগাছের পাশে। গতকাল সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় বট গাছটির মধ্যেকানে দুই পাশে মানুষের হাতের মত সদৃশ্য দুইটি কান্ড। যা দেখতে শত শত পুরুষ-মহিলাদের ভীড়। ভীড় সামলাতে গাছের চারদিকে দিকে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। এলাকাবাসীরা বলছেন, এখানে সৈয়দ নাছির উদ্দিন পীর সাহেব সহ আনেক পীরের মাজার রয়েছে । এটা হয়ত অলি আউলিয়ার গায়েবী কোনো খেলা। আবার বিভিন্ন এলাকা থেকে আসা কিছু মানুষ ধারণা করছেন বটগাছ অনেক উপড়ে ও শিকড় ছাড়ে মাটির সংযোগ না পাওয়ার কারণে হয়ত এভাবে হাতের আকৃতি ধারণ করতে পারে তবে এ ব্যাপারে নিশ্চিত করে এখন ও কেউ কিছু বলতে পারেননি।


     এই বিভাগের আরো খবর