,

অশ্লীল নাচ-গানের অভিযোগ : মাহবুব রাজার ওরসে অবৈধ সার্কাস গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে আধ্যাত্মিক পুরুষ শাহ সুফি হযরত খাজা দেওয়ান মাহবুব রাজা চিশতিয়া (রঃ)-এর ওরসে অবৈধভাবে নির্মিত মুক্তি সার্কাস এর প্যান্ডেল গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এতে করে পন্ড হয়ে যায় মহিলা শিল্পীদের অর্ধনগ্ন নাচ-গানের আসর। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল ও এ.কে.এম সাইফুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অভিযান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও গত সোমবার থেকে দেওয়ান মাহবুব রাজার ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরস শুরু হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ওরসে বিভিন্ন মনিহারী দোকান পাঠ ও গানের কাফেলার আসর বসে। এ সুযোগে মুক্তি সার্কাস নামে একটি অবৈধ বিনোদন প্রতিষ্ঠান প্রশাসনের অনুমতি ছাড়াই প্যান্ডেল স্থাপন করে। সেখানে মহিলা শিল্পীদের দিয়ে অর্ধনগ্ন নাচ-গানের আয়োজন করে সার্কাসের আয়োজকরা বিষয়টি প্রশাসনের নজরে আসলে গত বুধবার ওরসে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এ সময় মুক্তি সার্কাসের প্যান্ডেল, স্টেজ ও গ্যালারী গুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সদর থানার এ.এস.আই মোঃ আব্দুল লতিফসহ একদল পুলিশ। এদিকে, ভ্রাম্যমান আদালত অবৈধ সার্কাসটি গুড়িয়ে দেয়ার সন্তুষ্টি প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের দাবী একজন আধ্যত্মিক সুফি সাধক দেওয়ান মাহবুব রাজার ওরসে এ রকম অশ্লীল নৃত্য পরিবেশন যাতে না করা হয় এব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।


     এই বিভাগের আরো খবর