,

পাকিস্তানকে হারানোর পর প্রধানমন্ত্রীর আনন্দ অশ্র“

সময় ডেস্ক ॥ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের সময় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়সূচক রানের পর হাত নেড়ে বাংলাদেশে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি। ওই সময় আবেগে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী। তাঁকে চোখের পানি মুছতে দেখা যায়। তখন পাশেই ছিলেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ। বাঙালির স্বাধীনতার মাস মার্চে পাকিস্তানের বিপক্ষে এই খেলা নিয়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল ব্যাটে-বলে আরেকটি যুদ্ধজয়ের প্রত্যাশা, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়। ক্রিকেট প্রেমীদের প্রবল প্রত্যাশা নিয়ে বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তার স্ত্রী পেপ্পি সিদ্দিককে নিয়ে ভিভিআইপি লাউঞ্জে বসে খেলা দেখেন তিনি। খেলার ফাঁকে ফাঁকে স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হচ্ছিল প্রধানমন্ত্রীকে। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে স্টেডিয়ামের সবার সঙ্গে মিশে যেতে না পারলেও আবেগ আর অনুভূতিতে তাদের সঙ্গে মিশে যান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বা রাষ্ট্র প্রধানদের আবেগ পকাশে সাধারণত রাখঢাক থাকলেও জাতির জনকের কন্যা নিজের আবেগকে আনুষ্ঠানিকতার মধ্যে চাপা দিয়ে রাখেননি। এই দিনে তিনিও শামিল হলেন সবার সঙ্গে। হাসলেন। কাঁদলেন। দেশের পতাকা উড়ালেন। কখনো উচ্ছ্বাসে হাতে তালি দিয়ে উঠলেন। ৫ উইকেট হাতে রেখে বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য টপকে যাওয়ার পর পুরো স্টেডিয়ামের সঙ্গে আনন্দে মেতে ওঠেন জননেত্রী। ভিভিআইপি লাউঞ্জ থেকেই মাঠে উপস্থিতদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এরপর জাতীয় পতাকাও ওড়ান। এক পর্যায়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। আনন্দ অশ্র“ গড়িয়ে পড়তে থাকে তার দুচোখ বেয়ে। চশমা খুলে চোখ মুছতেও দেখা যায় তাকে। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ। এক সময় মেয়েকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী।


     এই বিভাগের আরো খবর