,

নবীগঞ্জের লিবিয়া প্রবাসী মাহিনকে ঢাকা থেকে অপহরণ : ১৫ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার : র‌্যাবের হাতে ২ অপহরণকারী গ্রেফতার

মতিউর রহমান মুন্না ॥ ঢাকা থেকে অপহৃত হওয়ার ১৫ দিন পর নবীগঞ্জের লিবিয়া প্রবাসী এক যুবককে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দীপমান গ্রামের সাদেক মেম্বারের পুত্র মোতালেব হোসেন ও আক্তার হোসেন নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দীপমান গ্রাম থেকে লিবিয়া প্রবাসী সিয়াম আহমেদ মাহিনকে (২৭) উদ্ধার করা হয়। মাহিন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের হেলাল উদ্দিনের পুত্র। সুত্রে জানা গেছে, অপহরণকারীরা ১৫ দিন আগে ঢাকার পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে লিবিয়া প্রবাসী মাহিন-কে অপহরণ করে। পরে অপহরণকারীরা মাহিনের বাবা হেলাল উদ্দিন ও তার ভাই বাহার মিয়ার মোবাইল ফোনে এক কোটি টাকা দাবি করে আসছিলো। অপহরনকারীরা হুমকি দেয় যে, আইন-শৃংখলা বাহিনীকে জানালে মাহিনের ক্ষতি হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১ কুমিল্লার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর এএসপি মংনেথোয়াই মারমা জানান,, অপহরণকারীরা দুয়েক দিনের মধ্যে মুক্তিপণ নিয়ে দাউদকান্দির দীপমান এলাকায় যেতে বললে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় অপহৃতের পরিবার বিষয়টি আমাদের জানান। পরে অভিযোগের ভিত্তিতে র‌্যাব- ১১ এর একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার দাউদকান্দি উপজেলার দীপমান গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের সাদেক মেম্বারের বাড়ি ঘেরাও করে তালাবদ্ধ একটি ঘর থেকে মাহিনকে উদ্ধার করা হয় এবং অপহরণের সঙ্গে জড়িত সাদেক মেম্বারের পুত্র মোতালেব হোসেন (৩৫) ও আক্তার হোসেনকে (২৬) আটক করা হয়। মাহিন উদ্ধার হওয়ায় আত্মীয় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


     এই বিভাগের আরো খবর