,

নবীগঞ্জে জ্যোৎস্না হত্যা মামলার চার্জশীটের বিরুদ্ধে বাদীর নারাজি

সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের তৎকালীন কাউন্সিলর মিজানুর রহমান মিজানের বাড়ির আঙ্গিনা থেকে উদ্ধারকৃত হবিগঞ্জের উচাইল গ্রামের জ্যোৎস্না আক্তারের নিহতের ঘটনায় দায়েরী মামলায় চার্জশীট নিয়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া মামলার বাদী নিহত জ্যোৎস্নার ভাই বিজ্ঞ আদালতে চার্জশীটের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেছেন। গত ১ লা মার্চ এর শুনানী অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সোমবার এ ব্যাপার আদেশ প্রদান করবেন বিজ্ঞ বিচারক। সুত্রে জানা যায়, ২০১৪ ইং সনের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজানের বাড়ির সীমানা প্রাচীরের ভ্যালেন্টারের সাথে ঝুলন্ত অবস্থায় হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত মরম আলীর মেয়ে জোৎস্না আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন জোৎস্না আক্তারের বড় ভাই বাদি হয়ে মিজানকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয় যে, জোৎস্না আক্তারকে চাকুরীর প্রলোভন দেখিয়ে তার বাড়ি থেকে নিয়ে মামলার আসামীরা নির্মমভাবে হত্যা করে। মামলাটি একাধিক কর্মকর্তা তদন্ত করেন এবং এর অনেক রহস্য উদঘাটন হয়। এছাড়াও মামলার তদন্ত কর্মকর্তারা ও উর্ধŸতন কর্তৃপক্ষ এর সত্যতা পায়। সর্বশেষ মামলার তদন্তের দায়িত্বভার গ্রহন করেন হবিগঞ্জের গোয়েন্দা পুলিশ। কিন্তু অদৃশ্য কারনে মামলার মানীত সাক্ষীদের জবানবন্দি সঠিকভাবে না নিয়ে মামলার এজাহারভূক্ত সকল আসামীদের বাদ দিয়ে কাল্পনিক ও বানোয়াট চার্জশীট দাখিল করা হয় বলে বাদী নারাজিতে দাবী করেন।


     এই বিভাগের আরো খবর