,

যুবসংহতি নেতা রফিকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাহুবলে মানববন্ধন :বিক্ষোভ মিছিল : মহাসড়ক অবরোধ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি রফিক মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার সকাল ১১টায় উক্ত কর্মসূচিগুলো পালন করা হয়। শুরুতে স্থানীয় চৌমুহনীতে প্রতিবাদ সভা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সভা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবং পরে বিক্ষোভ মিছিল সহকারে জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: তারা মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল, আ’লীগ নেতা ইব্রাহিম মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ আলী, জেলা জাপার যুগ্ন সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সবুজ, জাপা নেতা ফারুক মেম্বার, জহিরুল হক মেম্বার, মিরপুর উন্নয়ন ফোরামের সভাপতি দিদার এলাহি সাজু, ছাত্রসমাজ সভাপতি সাজু, যুব সংহতির আহব্বায়ক আব্দুল হাই, সাবেক সভাপতি ফরিদ মিয়া, ছাত্রদল নেতা এনামূল হক এনাম, জালাল উদ্দিন আকঞ্জী, উস্তার মিয়া তালুকদার, রুবেল মিয়া, আজাদ মিয়া, হাফিজুর রহমান মাসুক, খোকন মিয়া, আব্দুর রউফ প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন ক্¬¬ু-উদঘাটন করতে পারেনি। যা অত্যন্ত দুঃখজনক। গ্রেফতারকৃত দু’আসামীর ৪ দিনের রিমান্ড শেষ হলেও কোন ক্লু পায়নি পুলিশ। বক্তারা মামলাটি ডিবি পুলিশের নিকট স্থানান্তর করার দাবি জানান। উল্লেখ্য, গত রোববার ২৮ ফেব্র“য়ারি সকালে পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র ইউনিয়ন যুবসংহতি সভাপতি রফিকুল ইসলাম (৩৫) এর টুকরো টুকরো লাশ উপজেলার দক্ষিণ সীমান্তের দত্তপাড়া ও গোবিন্দপুর গ্রামের মধ্যবর্তী রেললাইন থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের পাশের বাড়ির মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল জাহির (৫২) ও আবুল কালাম (৬৩) কে গ্রেফতার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। লাশ উদ্ধারের রাতেই বাহুবল মডেল থানায় নিহতের ভাই হাফেজ ছাদিকুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতরা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, রফিকুল ইসলামকে বাড়ির একটি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর