,

প্রধানমন্ত্রীর আগমনে নবীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ নবীগঞ্জ তথা হবিগঞ্জ আগমন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক বিশাল প্রচার মিছিল ও সমাবেশ গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুর রহমান সুমন এর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদার ও ইকবাল আহমেদ বেলালের পরিচালনায় বিশাল সমাবেশ অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম শামীম, নাবিউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুজিবুর রহমান কাজল, এড. গতি গোবিন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, রবীন্দ্র কুমার পাল, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি এডভোকেট সাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা রেজা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, সাবেক সহ সভাপতি রুবেল চৌধুরী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক অনন্ত কুমার দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম.মুজিবুর রহমান, আলী হোসেন, হেলাল চৌধুরী, যুবলীগ নেতা বুলবুল সরদার, পৌর ছাত্রলীগ নেতা দেবুল ভট্টাচার্য়, শেখ আবুল হাসান, জীবন আহমেদ, আলী হোসেন দেলোয়ার, উপজেলা তরুণলীগের আহ্বায়ক পারভেজ আহমেদ রাজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হক মোঃ আব্দুল হাই, ভীষন রায়, ফয়েজ আহমেদ প্রমুখ। উক্ত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জের বিশাল জনসভায় সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাবেক সফল অর্থমন্ত্রী শহীদ শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা কান্ডের খুনীদের ফাঁসি ও দৃষ্ঠান্ত মূলক শাস্তি দিতে হবে। এ সময় প্রয়াত সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। প্রচার মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে গিয়ে শেষ হয়।


     এই বিভাগের আরো খবর