,

বিএনপির শীর্ষ দুই পদে ফের খালেদা-তারেক

সময় ডেস্ক ॥ একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুন:নির্বাচিত হয়েছেন। আগামী ৩ (তিন) বছরের জন্য তারা এ দুই পদে দায়িত্ব পালন করবেন। রোববার বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী অফিসে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ফলাফল ঘোষণা করে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য যথাক্রমে খালেদা জিয়া ও তারেক রহমান এককবৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন খালেদা জিয়া ও তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে।’ জমির উদ্দিন সরকার জানান, নির্বাচনের এই ফলাফল দলীয় গঠনতন্ত্র মোতাবেক চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য বিএনপির জাতীয় কাউন্সিলে পেশ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অত্যন্ত স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। পুরো প্রক্রিয়া গণমাধ্যমের সামনে হয়েছে। এ সময় তার পাশে দুই রিটার্নিং অফিসার দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপি চেয়ারপারসেরন উপদেষ্টা আবদুল মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশনের সদস্য সচিব ব্যারিস্টার আমিনুল হক ও সদস্য হারুন আল রশিদ, খালেদা জিয়ার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও তারেক রহমানের নির্বাচনী এজেন্ট যুগ্ম মহাসচিব মো. শাহজাহান উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান ছাড়া কেউ ওই দুই পদের জন্য মনোনয়নপত্র নেননি। যে কারণে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন বিজয়ীদের নাম ঘোষণা করেন। এদিকে নির্বাচনী ফলাফল প্রার্থীদের মনোনীত এজেন্টদের কাছে হস্তান্তর করে নির্বাচন কমিশন। পরে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলটির শীর্ষ দুই নেতার নামে স্লোগান দেন।


     এই বিভাগের আরো খবর