,

হবিগঞ্জে রাস্তা দখল নিয়ে দুই দলের সংঘর্ষে ৪০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে রাস্তা দখলকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার সুলতানশী গ্রামে রাস্তা নিয়ে মৃত তালিব হোসেনের পুত্র আলতাফ আলীর সাথে একই গ্রামের দুলাল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ছালেক মিয়া (৪৫), কুদরত আলী (৩০), জলিল মিয়া (৪৫), আলতাফ আলী (৪৫), মনোয়ার বেগম (৫০), আজিজুল (৭৭), হেনা বেগম (৪৫), দুলাল মিয়া (৩৫), আব্দুল আজিজ (৪০), সাজিদ মিয়া (৩০) ও মোহন মিয়া (১৮) সহ উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সানাউল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর