,

আজমিরীগঞ্জে সালিশবিচারে এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতাপেটা

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে একটি সালিশ-বিচারের রায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতাপেটা করেছে প্রতিপক্ষ। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রসুলপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র দিনমুজুর জলিল মিয়া (৩০) অনুমানিক প্রায় ৭/৮ মাস পূর্বে একই গ্রামের মৃত সুলতান মিয়ার মেয়ে কাজলী বেগম (৩৫) এর নিকট থেকে সুদের উপর কিছু টাকা নেয়। এর মধ্যে জলিল সুদ সমেত সব টাকা পরিশোধ করে দেয় বলে সে জানায়। গত সোমবার কাজলী বেগম, জলিল মিয়ার নিকট আরও ৭ শত টাকা পাওনা রয়েছে বলে, পরিশোধের জন্য তাগিদ করে।এনিয়ে কাজলী বেগম ও জলিলের মধ্যে বাক বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে আশপাশের লোকজন উক্ত বিষয়টি সালিশ বিচারে মিমাংসার আশ্বাস দিয়ে উভয় পক্ষকে শান্ত করে দেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাত ৯টায় রসুলপুর গ্রামে কাজলী বেগমের আঙ্গিনায় তার জেটাত ভাই একই গ্রামের মৃত আমজদ আলীর পুত্র মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে একটি সালিশ-বিচার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, একই গ্রামের মুরুব্বি ব্যবসায়ী মোঃ নূরুল হক, সাহাবউদ্দিন মাষ্টার,আলাউদ্দিন মিয়া সহ অর্ধ-শতাধিক গ্রামবাসী। সালিশ বিচারে জলিল প্রমান করতে ব্যর্থ হওয়ায় পূণঃরায় নগদ ৭শত টাকা পরিশোধ করে। এদিকে কাজলী বেগমের পাওনা ৭’শ টাকা নিয়ে জলিল বাক বিতন্ডায় লিপ্ত হওয়ার অপরাধে ,তাকে বিচারেই ৫বার জুতাপেটা করার রায় দেন বিচারক। পরে প্রতিপক্ষ কাজলী বেগম জুতা নিয়ে জলিলকে প্রকাশ্যে ৪বার জুতাপেটা করে বিচারের রায় কার্যকরের চেষ্টা করেন। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।


     এই বিভাগের আরো খবর