,

বিচারকের চিকিৎসা সেবা নিয়ে অনাকাঙ্খিত ঘটনা : হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক ॥ প্রত্যাহার হয়নি মামলা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বিচার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের মধ্যে সৃষ্ট অনাকাঙ্খিত উত্তপ্ত পরিস্থিতি এমপি আবু জাহিরের প্রচেষ্টায় অবসান হলেও প্রত্যাহার হয়নি মামলা। তবে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক হয়েছে। যদিও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৩ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ভয়ে-আতঙ্কে কর্মস্থলে যোগ দেননি। এ ব্যাপারে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায় জানান, বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় সবাই খুশি। এতে সাধারন মানুষ ভোগান্তি থেকে রেহাই পেয়েছে। তিনি জানান, যেহেতু এমপি আবু জাহির বিষয়টির নিস্পত্তি করেছেন সেহেতু মামলা প্রত্যাহারের বিষয়টিও তিনি দেখবেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, গত মঙ্গলবার রাতেই হাসপাতালের ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আসে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত তা প্রত্যাহারের কোন নির্দেশ আসেনি। এদিকে, মামলার বাদী জেলা ও দায়রা জজের নাজির রেজাউল করিম খোকন জানান, তিনি মামলা প্রত্যাহারের কোন সিদ্ধান্ত পাননি এবং তাই কোন দরখাস্ত দেননি। উল্লেখ্য, হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের চিকিৎসা সেবাকে কেন্দ্র করে আদালতের নাজিরের হাতে সদর আধুনিক হাসপাতালের কর্মচারী লাঞ্ছিত ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন এবং আদালতের নাজিরের উপর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের পাল্টা হামলার ঘটনা নিয়ে অনাকাঙ্খিত উত্তপ্ত পরিস্থিতি সমঝোতা বৈঠকের মাধ্যমে সম্মানজনক সমাধান হয়। এমপি আবু জাহিরের প্রচেষ্টায় গত মঙ্গলবার রাতে জেলা সার্কিট হাউসে দীর্ঘ সময় রুদ্ধদার বৈঠকের এর সমাধান হয়। এতে বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরাসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গর অংশ নেন। বৈঠক শেষে এমপি আবু জাহির উপস্থিত সাংবাদিকদের জানান, বিষয়টির সম্মানজনক সমাধান হয়েছে।


     এই বিভাগের আরো খবর