,

হবিগঞ্জে ‘বনের ফুল’ সুইটমিটের মিষ্টি খেয়ে শিশুসহ ৮ জন অসুস্থ

আব্দল হামিদ ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার ‘বনের ফুল’ সুইট মিটের মিষ্টি খেয়ে একই পরিবারের শিশুসহ ৮ জন অসুস্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের পরিবার সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের হাজী আমিনুল হক জনৈক বন্ধু বনের ফুল সুইট মিট থকে এক কেজি মিষ্টি কিনে নিয়ে তার বাড়িতে যান। গতকাল দুপুরে এ মিষ্টি আমিনুলের পরিবারের সদস্যরা খেলে কিছুক্ষণ পর তাদের বমি শুরু হয়। পর্যায়ক্রমে বাড়ির লোকজন একে একে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় হাজী আমিনুল ইসলাম (৩৫), তার তিন কন্যা রিতা (৭), কবিতা (১০), তাওহিদা (৪), উম্মে হানি (৮), ভাই নাজমুল হক (৩০), মনিরুল হক (১৭) ও তাহির মিয়ার পুত্র আবিদুল হক (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিকেলে কবিতা (১০), মনিরুল হক (১৭) তাওহিদা (৪) এর অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বজলুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিংয়ের কারনে তারা অসুস্থ হয়ে পড়ছে। এ ব্যাপারে বনের ফুল সুইট মিটের মালিক বিদ্যুত কান্তি দাশ জানান, শহরের বেবিষ্ট্যান্ড এলাকার মধুকানন মিষ্টান্ন ভান্ডার আমাদের মুল প্রতিষ্ঠান। তাদের কারখানা থেকেই মিষ্টি এনে আমরা বিক্রি করে থাকি। উল্লেখ্য নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে মধু কানন মিষ্টান্ন ভান্ডারকে ভ্রাম্যমান আদালত ইতোপূর্বে একাধিকবার অর্থদণ্ড করেছেন। এরপরও তারা নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


     এই বিভাগের আরো খবর