,

বানিয়াচঙ্গের তারাসই স্কুলে ৬ষ্ট শ্রেণির ক্লাশ চালু

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় কমিউনিটির সহায়তায় ৬ষ্ঠ শ্রেণির ক্লাশ শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্প আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি ইরফান আলী। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ইউনিসেফ ক্যাটস এর ইউ.এফ একে আজাদ এর পরিচালনায় স্কুল ক্যাচমেন্ট এলাকার পিএসসি পাশ মেয়েদের উচ্চ শিক্ষা থেকে ঝড়ে পড়ার যৌক্তিক কারন উল্লেখ করে তারাসই স্কুলে ৬ষ্ঠ শ্রেণি চালুর প্রস্তাব ও প্রত্যাশা ব্যক্ত করে বক্তৃতা করেন প্রধান শিক্ষক রাতুল মজুমদার, সহকারী শিক্ষক চম্পক লাল দাস, সুহেনা বেগম, প্যারা শিক্ষক দেবল ভট্টাচার্য্য, শাহিদা বেগম, আব্দুছ ছামাদ মাস্টার, আব্দুল গফুর, আব্দুস ছালাম, আব্দুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সরকারের শিক্ষা নীতিমালা অনুযায়ী তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়কে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর এর তালিকায় অন্তর্ভূক্ত করার সর্বাত্মক প্রচেষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে অনানুষ্ঠানিক ৬ষ্ঠ শ্রেণি চালুর বিষয়ে গ্রামবাসীর প্রস্তাব ও প্রত্যাশার ভূয়শী প্রশংসা করেন।


     এই বিভাগের আরো খবর