,

৮টি মেশিনগানসহ বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধারহবিগঞ্জের সাতছড়িতে র‌্যাবে’র ৪র্থ দফা অভিযান

হবিগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্যে একটি বাঙ্কার থেকে মেশিনগানসহ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে বাঙ্কার থেকে ৪টি ব্যারেল, ৩টি মেশিনগান, ৮টি মেশিনগানের ম্যাগজিং বক্স, ৮টি গুলির চেইন, ১টি কমিউনিকেশন ফিতা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক র‌্যাব-৯ কোম্পানী কমান্ডার উইং কমান্ডার রিয়াদ রহমান রাব্বানী জানান, তারা ১৪ অক্টোবর থেকে এখানে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চালিয়ে এ বাঙ্কারের সন্ধান পান। তিনি জানান, আরো অভিযান চলছে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য। এটি অস্ত্র উদ্ধারের ৪র্থ দফা। উদ্যানের তিন কিলোমিটার এলাকা নিয়ে শতাধিক র‌্যাব সদস্য অভিযান চালাচ্ছে। সূত্র জানায়, ৪র্থ দফা অস্ত্র উদ্ধার অভিযানে প্রথমে ৫টি গাড়ীযোগে র‌্যাব সদস্যরা উদ্যানে আসে। এরপর তারা উদ্যানে প্রবেশ করে অভিযান চালায়। এরপূর্বে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩য় দফায় র‌্যাব-৯ এর বোম্ব ডিপ্সোজেল দল এবং গোয়েন্দা শাখার যৌথ অভিযানে সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে ত্রিপুরা পল্লীর অজিত কুমার দেব বর্মার ঘরের নিচের একটি বাঙ্কার থেকে ১৩টি বস্তা উদ্ধার করা হয়। এ বস্তাগুলো খুলে পাওয়া যায় ৪০ মিলিমিটার রকেট ১১২টি ও ৪৮টি রকেট চার্জার। এর পূর্বে ২য় দফায় ২ সেপ্টেম্বর এ উদ্যানের গহীন অরণ্যে ২টি গর্ত থেকে ৯টি এসএমজি, ১টি এসএমসি, ১টি ব্যাটাগান, ১টি মিনি অটোরাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড এবং ২৪শ’ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১ম দফায় ৩ থেকে ১৯ জুন পর্যন্ত সাতছড়ি গহীন অরণ্যে ৭ ও ত্রিপুরা পল্লীর ভেতরে ২টি বাঙ্কার থেকে দুই শতাধিক রকেট, ট্যাংক বিধ্বংসী বিস্ফোরক, রকেট লঞ্চার, দুই শতাধিক মর্টার সেল, রকেট লঞ্চার এর চার্জার, অয়েলসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র উদ্ধার করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। এ পর্যন্ত এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪টি মামলা হয়েছে। মামলাগুলো চুনারুঘাট থানা পুলিশ তদন্ত করছে। সাতছড়ি থেকে তিন দফায় বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও বরাবরই অভিযান অব্যাহত থাকার ঘোষণা দেয় র‌্যাব। এ ঘোষণা অনুযায়ী ১৫ অক্টোবর রাতেও তারা অভিযান পরিচালনা করছে।


     এই বিভাগের আরো খবর