,

নবীগঞ্জের জিয়াপুর গ্রামে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : দুই লক্ষাধিক টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। গতকাল রবিবার রাত ৯ টায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের কুয়েত প্রবাসী চুনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির খবর বিভিন্ন মসজিদের মাইকে প্রচার করা হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে প্রবাসী রুবি আক্তার জানান, “রবিবার রাত ৯ টায় রাতের খাবার শেষে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় বাহির থেকে দরজাতে ধাক্কার শব্দ শুনে পরিবারের লোক ভেবে আমি দরজা খুলে দেই। এসময় ৬/৭ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে একটি কালো কাপড় দিয়ে আমার মুখ ডেকে ফেলে। ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে আলমারির চাবি নিয়ে নগদ ১৫ হাজার টাকা ও ৪ ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। প্রবাসীর ভাই ফরিদ মিয়া জানান, “রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড় হয়ে স্থানীয় জিয়াপুর নতুন বাজারে ছিলাম। এমন সময় ডাকাতদল আমার বাড়িতে হানা দিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান, রবিবার দুপুরে স্থানীয় সঈদপুর বাজার পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পাওনাদারদের দিয়ে অবশিষ্ট টাকা বাড়িতে রাখা হয়েছিল। উক্ত টাকার সন্ধান পেয়ে আমাদের বাড়িতে হানা দিয়ে নগদ ১৫ হাজার টাকা ও ৪ ভড়ি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে আমি অবগত নই।


     এই বিভাগের আরো খবর