,

নবীগঞ্জে যুবলীগ নেতা রাহেলসহ ৯ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল রাহেলসহ ৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে এ মামলাটি দায়ের করেন উপজেলার খনকারীপাড়া গ্রামের সামছু চৌধুরীর পুত্র রায়হান চৌধুরী। মামলার অপর আসামীরা হলেন- উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ রিপন, সেনু মিয়া, মুহিবুল মিয়া, জুয়েল মিয়া, নজির মিয়া, শাজাহান মিয়া, শাহিন মিয়া ও রুহিন মিয়া। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ২টার নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়ায় পৌর যুবলীগ নেতা রায়হান চৌধুরীর বাড়ীতে পুর্ব বিরোধের জের ধরে হামলা, প্রাইভেট গাড়ী ভাংচুর ও গুলি নিক্ষেপ করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আহত হন মহিলাসহ ৫ জন। এসময় গোলাম রুসুল রাহেলের হাতে থাকা লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে প্রাইভেটকারটিকে গুলি করে। মামলার আসামী সেনু মিয়া ড্রয়ার থেকে ৫৫ হাজার টাকা নিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়।


     এই বিভাগের আরো খবর