,

শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৪ আনসার সদস্য নিহত

আব্দুল হামিদ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাংয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ আনসার সদস্য। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাংয়ে এ দুর্ঘটনায় ঘটে। নিহত আনসার সদস্যরা হলেন ঃ বাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার পাঁচগাও গ্রামের হেকিম আলীর পুত্র জিয়াউল হক (২২), নাসির নগর উপজেলার চন্দনপুর গ্রামের ইদন মিয়ার পুত্র বাবুল মিয়া (২২), পাঁচগাও গ্রামের মিশাল আলীর পুত্র শরীফ (২৫) ও একই গ্রামের জসিম উদ্দিন (৩০)। আহতদের মধ্যে জুয়েল (২২), সজিব (২৫), এনামুল (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রাজিব, মনির, উজ্জ্বল, ছমির মোল্লা ও রিয়াদকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গতকাল সকাল ৮৯টায় বি-বাড়িয়া থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে একটি আনসারবাহী বাস যাওয়ার পথে উল্লেখিতস্থানে পৌছলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তিন আনসার সদস্য নিহত হন এবং আহত হয় অন্তত ৩০ জন। এদিকে গুরুতর আহত আনসার সদস্য জসিম বিকালে সিলেট ওসমানী হাসপাতালে মারা যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর মহাসড়কে ১ ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় লোকজন। দুর্ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। গতকালই নিহতদের লাশ তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর