,

নবীগঞ্জের সদরাবাদ গ্রামে পাষন্ড পুত্রের হাতে পিতা খুন : জায়গা বিক্রির সিদ্ধান্তই কাল হয়ে দাড়ায় দুবাই প্রবাসী মুক্তার উল্লাহর

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে পাষন্ড পুত্রের হাতে নির্মমভাবে খুন হলেন ৬৫ বছর বসয়ী বৃদ্ধ মুক্তার উল্লাহ নামের এক দুবাই প্রবাসী। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১২টার দিকে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের যুবতি কন্যা ডালিনা বেগম (২২) ও প্রতিবেশী রাফি আহমদ (৩০) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ওই গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র মুক্তার উল্লাহ প্রায় বছর খানেক পূর্বে দুবাই থেকে বাড়িতে আসেন। বয়সের ভারে নতজানু ওই বৃদ্ধা কোন রুজি রোজগার করতে পারেননি। তার ২ছেলে ও ৩ মেয়ে বড় ছেলে সুমন সিলেট শহরে সিকিউরিটির কাজ করে, ঘাতক পুত্র জীবন শেরপুর মাইওয়ান ইলেক্ট্রনিক্স এতে শ্রমিকের কাজ করে বলে জানা যায়। কোন রকম চলছিল তাদের জীবন সংসার। সংসারের ভরণপোষন ও একটি মেয়ের বিবাহ দিতে গিয়ে কিছু বাড়ি রকম জায়গা বিক্রয়ের সিদ্ধান্ত নেন মুক্তার উল্লাহ। এই জায়গা বিক্রয় নিয়ে পিতা পুত্রের মধ্যে গত ২সপ্তাহ ধরে মনোমালিন্য চলে আসছিল। ঘটনার উল্লেখিত রাতে পাশ্ববর্তী প্রতিবেশী মৃত আহমদ উল্লার পুত্র রাফি আহমদ এর বাড়িতে বসা ছিলেন মুক্তার উল্লাহ। ওই সময়ে তারই জামাতা একই গ্রামের মৃত ওয়াজিব উল্লার পুত্র আজির উদ্দিন (৩৫) ও তার শশুরকে বিষয়টি মিমাংশা করার কথা বলে বাড়িতে নিয়ে আসার সাথে সাথেই ধারালো অস্ত্র (ছোরা) নিয়ে বৃদ্ধা পিতাকে ধাওয়া করে বাড়ির পুকুরের পানিতে ফেলে বুকের মধ্যে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা হাতে নিয়ে পালিয়ে যায়। এসময় বাড়ির লোকজনের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরের পানি থেকে ডুবন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের স্ত্রী নাজমা বেগম বলেন, আমার স্বামী বিদেশ থেকে আসার পর অনেক লক্ষ টাকা খুইছেন, অবশেষে তার এ জায়গা বিক্রিকে আমরা কেউ মেনে নিতে পারিনি। তবে, আমার কুলাঙ্গার পুত্র তার পিতাকে এভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আমি মা হয়েও তার ফাঁসি চাই। এলাকাবাসী বলেন, এমন হত্যাকান্ডের সংবাদ পেয়ে আমরা গ্রামবাসী তাৎক্ষনিক ছুটে এসেছি। এই হৃদয়বিধারক কর্মকান্ডে আমরা গ্রামবাসী গভীর শোকাহত ও মর্মাহত। আমরা তার সুষ্ট তদন্তে খুনি জীবনের ফাঁসি দাবী করছি। এ ব্যাপারে নবীগঞ্জ থানা ওসি আব্দুল বাতেন খাঁন বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি, প্রস্তুতি চলছে। তবে জিজ্ঞাসাবারে জন্য ২জনকে আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর