,

হবিগঞ্জে খেলাঘরের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ দেশজুড়ে শিশু হত্যার সাথে জড়িত বর্বর খুনীদের ফাসী দেয়ার দাবীতে হবিগঞ্জ বর্ণমালা খেলাঘর আসরের উদ্যোগে গতকাল সকাল ১০টায় টাউন হলের সামনে হবিগঞ্জের বিভিন্ন সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী চলাকালে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায় বর্ণমালা খেলাঘরের সহ-সভাপতি চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, উদীচী হবিগঞ্জ জেলার সংগঠক পিযুষ সুত্রধর, কবি সংসদের সংগঠক কবি অপু চৌধুরী, কবিতা পরিষদের সম্পাদক কবি আব্দুল্লা হারুন, খেলা ঘর সদস্য আছমা খানম হ্যাপী, ২০০৬ পরিবারের সৈকত চৌধুরী, মোঃ ওয়াসিফ, বন্ধুসভার সংগঠক আশীষ কুরি, বর্ণমালার সাংস্কৃতিক সম্পাদক প্রভাকর দাশ, সোনারু খেলাঘরের সভাপতি বিধান দাস, সহ-সম্পাদক নয়ন মনি দাস ও চন্দন দাস, প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বর্ণমালা খেলাঘরের সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়। তিনি বলেন প্রতিটি শিশু দেশ ও জাতীর সম্পদ। শিশু ঘাতকদের দ্রুত ফাসি কার্যকর করে বাংলাদেশে শিশুদের নিরাপদ ও আনন্দময় শৈশব নিশ্চিত করতে হবে। শিশু হত্যার বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে বর্ণমালা খেলাঘরের নেতৃবৃন্দ সবার প্রতি উদাত্ত আহব্বান জানান।


     এই বিভাগের আরো খবর