,

নবীগঞ্জে ইউনিক বাসের চাপায় স্কুলছাত্রী নিহত : মহাসড়ক অবরোধ ॥ ১ ঘন্টা যানচলাচল বন্ধ

এম.এ মুহিত/মতিউর রহমান মুন্না ॥ ক্রিকেট খেলা দেখতে গিয়ে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউম্দা এলাকায় ইউনিক বাসের চাপায় পলি আক্তার (৭) নামের এক স্কুল ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে। বাস চাপায় নিহত স্কুল ছাত্রী পানিউমদা ইউনিয়নের বড়কান্দি গ্রামের কামাল মিয়ার মেয়ে ও বড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় বিক্ষোব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে স্থানীয় একটি মাঠে বিশাল একটি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা চলছিল। উক্ত ক্রিকেট খেলায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম আসবেন এমন খবরে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রিকেট প্রেমীর ঢল নামে পানিউম্দা এলাকায়। আশরাফুল কে দেখার জন্য স্কুল ছাত্রী পলি আক্তার (৭) ওই মাঠে যাচ্ছিল। পলি আক্তার পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে বোপরোয়া গতিতে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনস্থ’লেই পলি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বিক্ষোব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে পায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার ফাঁিড়র পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগীতায় বিক্ষোব্ধ জনতাকে সামাল দিয়ে যান চলাচল স¦াভাবিক করা হয়।


     এই বিভাগের আরো খবর