,

নবীগঞ্জের আলোচিত জোৎস্না হত্যা মামলার চার্জশীট পৌর কাউন্সিলর জাকির হোসেন সহ ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আলোচিত জোৎস্না হত্যা মামলায় আদালতে চার্জশীট গৃহীত হয়েছে। আদালত ৪ হত্যাকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকার এ আদেশ দেন। আসামীরা হল ঃ নবীগঞ্জ উপজেলার গন্ধা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র কানা আকবর, পৌর কাউন্সিলর জাকির হোসেন, মহিউদ্দিন আহমেদ, মদনপুর গ্রামের আব্দুল্লাহর পুত্র আল আমিন। বর্তমানে তারা আত্মগোপনে রয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোৎস্নাকে নবীগঞ্জের উমরপুর গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে গন্ধ্যা গ্রামের সাবেক কাউন্সিলর মিজানকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ীর বাউন্ডারীর ভেতরের দেয়ালে রশি দিয়ে লাশ ঝুলিয়ে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর জোৎস্নার পক্ষে রজব আলী বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোক্তাদির আলম চৌধুরী উল্লেখিত ৪ জনসহ আরো বেশ কয়েকজনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। এ ছাড়া পুলিশ মামলায় নির্দোষ ব্যক্তিদের বাদ দিয়ে আদালতে চার্জশীট করলে গতকাল আদালত উল্লেখিত আদেশ দেন। মামলার অন্য আসামী কুবাদ উল্লার পুত্র তাজ উদ্দিন, জামাল উদ্দিনের পুত্র ছদর মিয়া ও টেনাই মিয়ার পুত্র জামির মিয়া বর্তমানে জামিনে রয়েছেন।


     এই বিভাগের আরো খবর