,

নবীগঞ্জে অস্ত্র মামলার সাজা ভোগকারী লেবু’র হাতে সাংবাদিক শাহ সুলতান লাঞ্চিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ১০ বছরের সাজা ভোগকারী লেবুর হাতে লাঞ্চিত হলেন নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক শাহ সুলতান আহমদ। লেবু সাংবাদিক শাহ সুলতানকে খুন করে লাশ গুমের হুমকি দিচ্ছে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত মছন উল্লার পুত্র মোঃ লেবু মিয়া (৪২), লেবু ইতি পূর্বে বিভিন্ন মামলায় আসামী হয়ে কারাভোগ করে। এরই মধ্যে একটি চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ১০ বছর সাজা ভোগ করার পর বেরিয়ে আসে। এরই মধ্যে সে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠতি বয়সের সুন্দরী যুবতী এনে বিভিন্ন বাসা বাড়িতে রেখেও বাউল গানের নামের অশ্লীল নৃত্য পরিবেশ সহ তাদের ধারা অপকর্ম করিয়ে অবৈধ ফায়দা হাসিলে লিপ্ত রয়েছে। গত ১৮ই মার্চ আয়োজনকৃত একটি অবৈধ বাউল গানের আসর থেকে নবীগঞ্জ থানা পুলিশ ৯ জন শিল্পীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই সংবাদটি বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অন-অনলাইন পত্রিকায় প্রকাশ হয়। এ থেকে লেবু সাংবাদিকদের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল শুক্রবার হবিগঞ্জের জননী পত্রিকায় আউশকান্দি কুটুম বাড়িতে নিম্ন মানের খাবার পরিবেশন, দাম নেয়া হচ্ছে মনগড়া। ওই সংবাদটি প্রকাশ হলে এক শ্রেনীর স্বার্থন্বেশী মহলের গায়ে আগুন লাগে। ওই কুটুম বাড়ি রেষ্টুরেন্ট এর পক্ষপাতিত্ব করে অস্ত্রবাজ লেবু মিয়া। সে হোটেল মালিকের পক্ষ নিয়ে সাংবাদিককে হন্ন হয়ে খুজতে থাকে। গতকাল শুক্রবার বিকালে সে তার মোবাইল ফোন থেকে ও অপর লোকদের ফোনের মাধ্যমে সাংবাদিক শাহ সুলতান আহমদকে তার সাথে দেখা করতে বলে। এক পর্যায়ে সরল বিশ্বাসে তিনি আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারস্থ সুমন রেষ্টুরেন্ট এর ভিতরে চা পান করা অবস্থায় অস্ত্রবাজ লেবু হোটেলে প্রবেশ করে তাৎক্ষনিক ভাবে ঝাঁপটা দিয়ে ধরে কিল ঘুষি মারতে থাকে। এমন কি সাংবাদিক শাহ সুলতান আহমদের সাথে থাকা একটি পেনডাইভ, বিভিন্ন ফোটেজ সংরক্ষিত একটি কলম ক্যামেরা, নগদ টাকা সহ ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে আসলে সাংবাদিক শাহ সুলতান আহমদ প্রাণে রক্ষা পান। ওই সময় সে প্রকাশ্যে বলে, সুযোগ মত পেলে, তকে হত্যা করে লাশ ঘুম করে ফেলবে। এমন কি ওই ঘটনার পর থেকে হন্ন হয়ে খুজছে সাংবাদিক সুলতানকে।


     এই বিভাগের আরো খবর