,

স্বাধীনতা দিবসে নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবীগঞ্জ উপজেলা শাখার কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীর প্রতীক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ মোঃ আবুল খায়ের, উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবীগঞ্জ উপজেলা শাখার ডেপুটি কমান্ডার মোঃ মৌলদ হোসেন কাজল। এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল ও ৪ বারের নির্বাচিত কাউন্সিলর ও দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন। কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দর আলী, স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, কোরআন তেলাওয়াত করেন পৌরসভার কর আদায়কারী আলহাজ্ব ইকবাল আহমেদ ও গীতাপাঠ করেন পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার, কাউন্সিলর মোঃ কবির মিয়া, সুন্দর আলী, জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, মোছাঃ রুকেয়া বেগম, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, বিবিয়ানা পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী এম. সহিদুল হক, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য সহকারী মোঃ আবু মুছা, ঠিকাদান সুপার ভাইজার এলেমান আহমদ চৌধুরী, গার্ভেজ ট্রাক চালক মোঃ আছকির মিয়া, কর্মচারিদের মধ্যে কে এম আবু বকর সিদ্দিক, প্রফুল্ল কুমার দাশ, আশফাকুজ্জামান বাচ্চু, নিকুঞ্জ দাশ, গঙ্গেশ দাশ, সাইদুল ইসলাম, রাজু মিয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, আগামীতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সকলের উপস্থিতিতে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে, ফলে তারা যেমন নিজেকে সম্মানিত বোধ করবেন তেমনি আমরাও হবো এই সম্মানের অংশীদার। এছাড়া আমাদের দেশের গতানুগতিক নিয়মে জাতির এই বীরদের মঞ্চে না বসিয়েই সংবর্ধনা প্রদান করা হয়, যা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক যা আমাদেরকেই ঘুচাতে হবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে নগদ টাকা, ক্রেস্ট ও বস্ত্র উপহার হিসেবে প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর