,

নবীগঞ্জের ফরিদপুর গ্রামে যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তার মাটি ভরাটের কাজ শুরু

সংবাদাদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ফরিদপুর গ্রামের রাস্তা নির্মাণে যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। আউশকান্দি-আমকোনা ভায়া শেখ ফরিদ (রঃ) এর মাজার গোড়ারাই বাজার রাস্তাটি’র বেহাল দশায় জনসাধারনের চলাচলে দুর্ভোগের শেষ নেই। অবশেষে গ্রামের যুব সমাজের স্ব-উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার মাটি ভরাটের কাজ শুরু করে। রাস্তার মাটি ভরাটে স্বেচ্ছাশ্রমে অংশ নেয়া যুবকরা হচ্ছেন, আবুল খায়ের, শিমুল আহমেদ, শুকুর আলী, কাওসার আহমেদ, সালমান, রেজাউল, সাহেদ, জাহেদ, আমির হোসেন, জাহাঙ্গীর, আমির হোসেন ২, আলী হোসেন, ফয়জুল হক, নুরুজ্জামান, কামরুল, জিল্লুর, জুয়েল, জাহির উদ্দিন, জাহেদ মিয়া, সাজ্জাদুর রহমান, জাবেদ মিয়া, মোস্তফা মিয়া, তারেক আহমেদ, মুরব্বি নজির মিয়া ও আকলিছ মিয়া প্রমুখ। উক্ত রাস্তার নির্মাণ কাজ ও পাকাকরণে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ. মুনিম চৌধুরী বাবু ও দেবপাড়া ইউপি চেয়ারম্যান এর নিকট জোর দাবী জানান এলাকার যুব সমাজ।


     এই বিভাগের আরো খবর