,

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকদের মধ্যে ঘন্টাব্যাপী স্থায়ী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ ১০ রাউন্ড শার্ট গানের গুলি নিক্ষেপ করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার জাইরা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জাইরা গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল হান্নান নামের এক হুজুর সোমবার দুপুরে গোসল করতে পুকুরে নামেন। এর আগে পুকুর পাড়ে ৩ শত বিশ টাকা রেখে যান। এসময় পুকুরের উপরে থাকা একই গ্রামের মাদ্রাসা ছাত্র আব্দুল হান্নান ৩শত বিশ টাকা নিয়ে যায় বলে মাদ্রাসা শিক্ষক অভিযোগ করেন। এ নিয়ে সোমবার বিকেলে মাদ্রাসা ছাত্র হান্নানকে তার ভাই মারপিট করে। এদিকে ঐ ছাত্র মঙ্গলবার সকালে মাদ্রাসায় গেলে হুজুরও চর তাপ্পর মারেন। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) মোশাররফ হোসেন পিপিএম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে ১০ রাউন্ড শর্ট গানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। স্থাণীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।


     এই বিভাগের আরো খবর