,

বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় চার্জশিট দাখিল

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চার শিশু হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকতাদির হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউসার আলমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। ৪২৭ পাতার অভিযোগপত্রে আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া, রুবেল মিয়া ও বেলাল মিয়া, সাহেদ, সালেহ আহমেদ, আরজু, উস্তার মিয়া, বাবুল মিয়া ও বাচ্চুকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে বাচ্চু র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। আর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জুয়েল মিয়া, রুবেল মিয়া, আরজু মিয়া ও সাহেদ। পলাতক রয়েছে উস্তার মিয়া, তার ভাই বাবুল মিয়া ও বেলাল। এছাড়া উক্ত ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃত সালেহ আহমেদ ও বশির মিয়ার কোন সংশ্লিষ্টতা না পেয়ে তাদেরকেও মামলা থেকে অব্যাহতির আবেদন দেয়া হয়। অভিযোগপত্র তৈরীতে সময় লেগেছে মামলার ৪৮ দিন। এদিকে অভিযোগপত্র দেয়ার পর পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি জানান, ডাক্তার, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণীর ৫৭ জন সাক্ষির সাক্ষ্য নেয়া হয়েছে। লাশ বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, মাটি চাপায় ব্যবহৃত সাবল, কুদাল, নিহত শিশুর রক্তমাখা পাঞ্জাবি, হাফহাতা গেঞ্জি উদ্ধার করা হয়েছে। চার্জশিট তৈরীতে মোট ৩২ কার্যদিবস সময় লেগেছে।


     এই বিভাগের আরো খবর