,

মাধবপুরে নকলের দায়ে ৬ পরীক্ষার্থী বহিষ্কার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন রাশেদুল ইসলাম উপজেলা সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ও মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পরিদর্শনে যান। এসময় নকল করার অপরাধে সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ৩ পরীক্ষার্থী ও শাহজালাল কলেজের ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পংকজ রায় বলেন, ৩ জন পরীক্ষার্থ বিএম (কারিগরী শিক্ষা বোর্ডের)। এ বছর তারা আর পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক তার কেন্দ্রে পরীক্ষার্থী বহিষ্কার হওয়ার কথা স্বীকার করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষায় নকল করার অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর