,

চুনারুঘাটে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালিতে চলতি বছর মৌসুমের শুরুতেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এবার মাঘে মেঘের যে দেখা হয়েছিল, তা এপ্রিল পর্যন্ত চলছে পরিমিত হারে। সর্বশেষ রোববার রাতে ভ্যালিতে একদিনে রেকর্ড পরিমাণ ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যেখানে গত বছরগুলোতে এপ্রিলে চা পাতা চয়ন শুরু হতো, সেখানে চলতি বছর মার্চেই পাতা চয়ন এবং উৎপাদন শুরু হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর ভ্যালিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন চা সংশ্লিষ্টরা। প্রতি বছর মার্চের শেষ দিকে নিজস্ব সেচের মাধ্যমে বিভিন্ন চা-বাগানে উৎপাদন শুরু হলেও এ বছর প্রাকৃতিকভাবে ফেব্র“য়ারি ও মার্চে বেশ বৃষ্টিপাত হওয়ায় মার্চের ১ তারিখ থেকেই ভ্যালির বিভিন্ন চা-বাগানে শুরু হয়ে গেছে চায়ের উৎপাদন। আর এই আগাম উৎপাদনে একদিকে যেমন এ বছর ভালো উৎপাদনে আশাবাদী চা বাগানি তেমনি আগাম হাজরি (বেতন) পেয়ে খুশি চা-বাগানের শ্রমিকরাও। সোমবার দুপুরে উপজেলার ডানকা ব্রাদার্সের চান্দপুর ও ন্যাশনাল টি কোম্পানির চণ্ডিছড়া চা-বাগানে গিয়ে দেখা যায়, চা-কন্যারা উৎসবের আমেজে পাতা চয়ন করছেন। পাতা চয়নের সময় হাত ভরে পাতা আসছে। শ্রমিকরা দৈনিক নির্ধারিত ২৪ কেজি পাতা উত্তোলনের পর প্রত্যেকে নগদে অতিরিক্ত ৮-১০ কেজি পাতা বেশি উত্তোলন করতে পারছেন। এতে শ্রমিকরাও বেশ খুশি। অপরদিকে ফ্যাক্টরিতেও পুরোদমে চা তৈরির কাজ চলছে। অবশ্য মার্চের প্রথম সপ্তাহে নানা আনুষ্ঠানিকতায় এসব বাগানে চা পাতায় চয়ন ও উৎপাদন শুরু হয়েছিল। সাধারণত এপ্রিলে চা পাতা উৎপাদন শুরু হলেও এবার আগাম বৃষ্টির কারণে মার্চের প্রথমেই পাতা উৎপাদন শুরু হওয়ায় বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকরা বেশ খুশি। আর নতুন পাতা তোলার আনন্দে শ্রমিকরাও খুশি। উৎপাদন ভালো হলে তাদের উত্তোলিত চায়ের প্রতি কেজির ওপর শ্রমিরকরা বোনাসও পাবেন। লস্করপুর ভ্যালির চেয়ারম্যান ও চাকলাপুঞ্জি চা-বাগানে সিনিয়র ব্যবস্থাপক এস নাগ বলেন, সবাই আন্তরিক প্রচেষ্টায় গত মৌসুমে ভ্যালিতে এক কোটি কেজি বেশি চা উৎপাদন হয়েছে। এ বছরও আগাম উৎপাদন শুরু হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি বছরও চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। দেউন্দি চা-বাগানের সিনিয়র ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, বছরের শুরুতেই আমরা বৃষ্টিপাত পেয়েছি। চৈত্রের খরাকে আমরা ভয় পেয়েছিলাম। কিন্তু তা কাটিয়ে উঠা সহজ হয়েছে বৃষ্টিপাত হওয়ার কারণে। ফলে উৎপাদন বাড়বে। চণ্ডিছড়া চা-বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, এ বছর আগাম বৃষ্টির কারণে নতুন পাতার চায়ের গুণগতমান বেশ ভালো হচ্ছে। আগাম উৎপাদন এবং বৃষ্টিপাতের ধারাবাহিকতা থাকলে গত বছরের ন্যায় এ বছরও বাগানের গড় উৎপাদন বাড়বে।


     এই বিভাগের আরো খবর