,

জ্বীন-ভূত তাড়ানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাত : হবিগঞ্জে ভন্ড কবিরাজের সহচর প্রতারক কলেজ ছাত্রী আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় প্রতারণার অভিযোগে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের এক ছাত্রীকে আটক করেছে এলাকাবাসী। পরে ওই কলেজ ছাত্রীর আত্মীয় স্বজনরা এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান। জানা যায়, শহরের মোহনপুর এলাকায় দীর্ঘদিন যাবত একটি ম্যাচ ভাড়া নিয়ে পড়া লেখা চালিয়ে আসছে রেজওয়ানা ফেরদৌস শম্পা নামে এক কলেজ ছাত্রী। সে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার আলুনিয়া নাল মুখ এলাকায়। শম্পা কিছুদিন পুর্বে বৃন্দাবন কলেজ ছাত্রীসহ কয়েক জন ছাত্রীকে চাকুরী দেবার নাম করে চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের নজরুল ওরফে হৃদয় নামের এক ভুয়া কবিরাজের সাথে পরিচয় করিয়ে দেয়। পরে শম্পা ও ওই ভন্ড কবিরাজ মিলে বিভিন্ন ছাত্রীদের কাছ থেকে নানা প্রলোভনে কয়েক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, শম্পা তার ম্যাচের মালিকের কাছ থেকেও জ্বীন-ভূত তাড়ানোসহ তাবিজ-কবজের নামে হাতিয়ে নেয় ২৫ হাজার টাকা। এছাড়া শম্পা তার ম্যাচের সদস্য নুসরাত, হেনা, রিতাসহ অন্যান্য ছাত্রীদের সাথেও প্রতারণা করে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে শম্পাকে আটক করে। এলাকাবাসী তখন মোবাইল ফোনে ভন্ড-কবিরাজ হৃদয়ের সাথে কথা বললে সে প্রতারণার বিষয়টি স্বীকার করে। পরে শম্পার অভিভাবকরা এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর