,

কুর্শি ইউপির আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রতিবাদ সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীরা গতকাল বিকেলে এক মতবিনিময় সভা শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হন। যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ও সম্ভ্যাব চেয়ারম্যান প্রার্থী অনর উদ্দিন জাহিদ এর সভাপতিত্বে ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী ওবায়েদুল কাদের হেলাল, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু তালেব চৌধুরী নিজাম, যুক্তরাজ্য যুবলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুকিত, সাবেক ছাত্রলীগ নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল বাছিত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সর্দার প্রমুখ। সভায় বক্তাগন বলেন, ৬নং কুর্শি ইউপি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা চূড়ান্ত নয়। দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার এখতিয়ার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই সংগত কারনে স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় দলীয় মনোনীত প্রার্থী হিসেবে আলী আহমেদ মুছার নাম প্রকাশ হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত সংবাদে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত ছাড়াই সংবাদ প্রকাশ হওয়ার বিস্ময় প্রকাশ করেন। বক্তরা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা বিগত উপ-নির্বাচনে দলের বিরুদ্ধে গিয়ে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়ার পক্ষে কাজ করেন। এবং সম্প্রতি যুক্তরাজ্যে এনটিভির চেয়ারম্যান মোছাদ্দেক আলী ফালুর মুক্তির দাবীতে সভা সমাবেশ করেন দলের বিরুদ্ধে অবস্থান নেন। তার বিতর্কিত ভূমিকায় কুশি ইউনিয়নের তৃনমূলের নেতাকর্মীরা ক্ষুব্দ। বক্তাগন আলী আহমেদ মুছাকে বাদ দিয়ে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ কাউকে মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর