,

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

সময় ডেস্ক ॥ আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের আজকের দিনে তখনকার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। ১০ এপ্রিল গঠিত এ সরকার প্রথমেই বঙ্গবন্ধুর ঘোষিত ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন ও অনুমোদন করে। তখনকার পরিস্থিতি ও ঐতিহাসিক বিবেচনায় অনেকেই এ সরকারকে বিপ্লবী ও প্রবাসী সরকার হিসেবে আখ্যায়িত করে। স্বপ্নের স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামী দিনের প্রত্যাশিত দিকনির্দেশনা, সাংবিধানিক ও যৌক্তিক অধিকার রক্ষার জন্য মুজিবনগর সরকার গঠন করা তখন অপরিহার্য ছিল। ১৯৭০ সালের নির্বাচনের পর তৎকালীন পাকিস্তানি শাসকচক্র নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে না চাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের আবালবৃদ্ধবণিতা স্বাধীনতার পতাকা হাতে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য শপথ নিয়েছিল। এ কারণেই মুজিবনগর সরকার গঠন করার প্রয়োজনীয়তা তৎকালীন বাংলার জনগণ উপলব্ধি করে। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি), তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এএইচএম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তৎকালীন কর্নেল এমএজি ওসমানীকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। এদিন ১০ এপ্রিল গঠিত বাংলাদেশ সরকারের ঘোষণাপত্র পাঠ করা হয়। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ সময় কোরআন তেলওয়াতের পর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও নবগঠিত সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়। মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের পর বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ও প্রধান সেনাপতি কর্নেল এমএজি ওসমানী বক্তব্য রাখেন। ঐতিহাসিক এদিনটিতে প্রতিবছরের মতো দেশবাসীর সঙ্গে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে।


     এই বিভাগের আরো খবর