,

নবীগঞ্জে ঘন ঘন লোডশেডিং : প্রতিবাদে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবরে সচেতন যুবসমাজের স্মারকলিপি

মতিউর রহমান মুন্না ॥ পল্লী বিদ্যুতের ভেলকিবাজী ও ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে ফুঁসে উঠেছে নবীগঞ্জবাসী। পল্লী বিদ্যুতের সকল অব্যবস্থাপনার কারণে গতকাল রবিবার সকালে পল্লী বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করেন নবীগঞ্জের সচেতন যুবসমাজ। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের বরাবর উক্ত স্মারকলিপি প্রদান করা হয়। এবং ৭ দিনের ভিতর পল্লী বিদ্যুতের সকল সমস্যা সমাধান না হলে তীব্র আন্দোলন গড়ে তোলবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী সচেতন যুবসমাজের নেতৃবৃন্দরা। আন্দোলনকারীরা জানান, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে নবীগঞ্জ উপজেলার ৩ শত ৫৫ টি গ্রামে প্রতিদিনই পল্লীবিদ্যুতের ভেলকিবাজী ও ঘন ঘন লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এতে করে একদিকে চলতি এইচ.এস.সি পরীক্ষার্থীদের যেমন পরীক্ষার প্রস্তুতিতে বিরাট ক্ষতি হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেনী পেশার মানুষ পড়েছেন বিপাকে। এক দিন দু‘দিন নয় পল্লী বিদ্যুতের ভেলকিবাজী, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এখন নবীগঞ্জের মানুষের নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এছাড়া দীর্ঘ প্রায় ৬ মাস যাবত সপ্তাহে শুক্র ও শনিবার লাইনে নতুন কাজ ও পুরাতন কাজ পরিবর্তনের অজুহাতে সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জবাসীকে বিদ্যুত বিচ্ছিন্ন রাখা হচ্ছে। সুস্পষ্ট কোন কারন ছাড়াই কয়েক মাস ধরে প্রতিদিন বিদ্যুতের এমন ভেলকিবাজী ও লুকোচুরি খেলায় জনমনে বাড়ছে ক্ষোভ। এ জন্য কর্তৃপক্ষকে উদাসীনতা, দায়িত্বহীনতা ও মান্দাতা আমলের বিদ্যুত বিতরন ব্যবস্থাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। সচেতন যুবসমাজের এই মৌন মিছিলে শত শত গ্রাহক অংশগ্রহন করেন এবং স্মারকলিপির অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন সহ বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর