,

নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন ২৮ মে * মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে * প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে

স্টাফ রিপোর্টার ॥ চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২৮ মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ ও ৫ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে ইসি। ষষ্ঠ ধাপের নির্বাচন হবে আগামী ৪ জুন। ইতোমধ্যে দু’ধাপের ভোটগ্রহণ করেছে ইসি। তৃতীয় ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল ও ৭ মে।


     এই বিভাগের আরো খবর