,

নবীগঞ্জে দলীয় মনোনয়নে চমক দেখালেন ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ : এলাকায় আনন্দ উল্লাস, বিশাল শো-ডাউন

সংবাদদাতা ॥ বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দলীয় মনোনয়ন এনে চমক দেখিয়েছেন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বারবার নির্বাচিত চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ। এ খবরে গজনাইপুর ইউনিয়নে আনন্দের জোয়ার বইছে। তাৎক্ষনিক ভাবেই এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন তার সমর্থকরা। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে দলীয় মনোনয়ন দেওয়া হয় বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে। গত মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়পত্র হাতে পেয়ে এই খবর নিশ্চিত হয়। আবুল খায়ের গোলাপ দলীয় মনোনয়নপত্র নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসার খবরে দলমত নির্বিশেষে তার হাজার হাজার সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। ঢাকা সিলেট মহাসড়কের পানিউমদা এলাকা থেকে শতাধিক মোটর সাইকেল, মাইক্রো ও পিকআপে করে আনন্দ মিছিল দিয়ে শো-ঢাউন করে চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে মামদপুর তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে, নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের একক নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু দলীয় র্চূড়ান্ত মনোনয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতির নাম বাদ দিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপকে নৌকা প্রতীক নিয়ে পুনরায় নির্বাচন করার জন্য মনোনীত করা হয়। এ খবরে আওয়ামালীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি এলাকার সকল শ্রেণীর পেশার হাজার হাজার সমর্থক আনন্দ উল্লাস করে মিছিল করেন। এবং নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক যুগে কাজ করার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর