,

নবীগঞ্জের ১২টি ইউনিয়নে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত

রিপন দেব ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। অপর ৭টি ইউনিয়নের প্রার্থী তালিকা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গতকাল শুক্রবার বিএনপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান ৫টি ইউনিয়নের প্রার্থী তালিকা চূড়ান্ত করেন। চূড়ান্ত ও প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ মার্কার প্রার্থীরা হলেন, ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে স্মৃতি ভূষন দাশ, ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, ৫নং আউশকান্দি ইউনিয়নে কাওসার আহমেদ কয়ছর, ৬নং কুর্শি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, ৭নং করগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, ৯নং বাউসা ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মজিদুর রহমান মজিদ, ১০নং দেবপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল বারী (আমির হোসেন), ১১নং গজনাইপুর ইউনিয়নে ইউপি যুবদলের সভাপতি শাহ্ মোস্তাকিম, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আলহাজ্ব মেরাজ মিয়া, ১৩নং পানিউমদা ইউনিয়নে রুবেল আহমদ। ৪নং দীঘলবাক ইউনিয়নে বিএনপির কোন প্রার্থী নেই। উল্লেখ, এর আগে নবীগঞ্জ উপজেলার ২নং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আশিক মিয়া, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে মোঃ আকিকুর রহমান আকিক, ৯নং বাউসা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, ১০নং দেবপাড়া ইউনিয়নে এড. জালাল আহমেদ, ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বজলু-কে প্রাথমিকভাবে চূড়ান্ত করে উপজেলা মনোনয়ন বোর্ড। কিন্তু চূড়ান্ত মনোনয়ন তালিকায় বাদ পড়েন তারা। এনিয়ে নবীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।


     এই বিভাগের আরো খবর