,

অতিরিক্ত ডিউটি দেয়ার জের : লাখাই থানার ওসির উপর ক্ষোভে নিজ হাতে গুলি করল কনস্টেবল

লাখাই প্রতিনিধি ॥ মাত্রাতিরিক্ত ডিউটি দেয়ার জেরধরে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের উপর ক্ষোভে ডিউটিরত অবস্থায় নিজ হাতে গুলি করল পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ (নং-৪২২)। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে মৃত নুরুল ইসলামের পুত্র। গতকাল বৃহস্পতিবার রাত ১ টার দিকে এ ঘটনাটি ঘটে। একটি বিশ্বস্থ সূত্র জানায়, পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ প্রায় বছর খানেক ধরে লাখাই থানায় কর্মরত আছেন। সম্প্রতি সময়ে আজিজকে থানায় কম্পিউটারের কাজ ও নিয়মিত ডিউটি দেয়া হয়। কম্পিউটারে কাজ করার পর আবারও তাকে ডিউটি দেয়া হলে আজিজ অস্বীকৃতি জানায়। এনিয়ে ওসির সাথে তার মনমালিন্য চলে আসছিল। গতকাল রাতে তাকে আবার ডিউটি দেয়া হয়। এসময় আজিজ ক্ষোভে নিজ হাতে গুলি করে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আব্দুল আজিজ ডিউটি করার সময় মিস ফায়ারিং হয়ে তার হাতে গুলি লাগে।


     এই বিভাগের আরো খবর