,

নবীগঞ্জে প্রার্থীদের সাথে নির্বাচন আচরনবিধি অবহিতকরণ সভা : উপজেলা পরিষদে নয় প্রতিটি কেন্দ্রে ভোট গননা করা হবে-জেলা প্রশাসক

মতিউর রহমান মুন্না ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন- নবীগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমি আশাবাদী। তিনি বলেন- উপজেলা পরিষদে নয় প্রতিটি কেন্দ্রতেই ভোট গননা করা হবে এবং এর রেজাল্টের কপি প্রার্থীদের এজেন্টকে বুঝিয়ে দেওয়া হবে। তিনি বলেন, নির্বাচনে প্রতি পদে একাধিক প্রার্থী রয়েছেন কিন্তু সবাই নির্বাচিত হবেন না, প্রতি পদে ১ জন করে নির্বাচিত হবেন, তাই বাকীদের হার মানতে হবে এবং হার মানারও মন মানষিকতা থাকতে হবে। জনগন যাকে ভোট দেবে সেই প্রার্থীই বিজয়ী হবে। তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের নয়। ভোটার যতই বৃদ্ধ হোক সে নিজেই এসে তার ভোটাধিকার প্রয়োগ করবে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে “ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নবীগঞ্জ উপজেলার সকল প্রার্থীদের সাথে আচরন বিধি অবহিতকরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাবিনা আলম উপরোক্ত বক্তব্য প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের পরিচালায় এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, জেলার সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম, মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, পানি সম্পদ কর্মকর্তা সামছুল ইসলাম। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন প্রার্থীর যদি নির্বাচনের ব্যাপারে কোন অভিযোগ থাকে তাহলে সাথে সাথে জানাতে হবে এবং যদি কোন প্রার্থী নির্বাচনী বিধি লঙ্ঘন করেন তাহলে আচরণবিধির ধারা অনুযায়ী প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। তবে নবীগঞ্জে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তিনি বলেন, দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রচার প্রচারণা, মিছিল, মিটিং ও মাইকিং করতে হবে। তবে পথ সভা বা মিটিং করার আগে অবশ্যই পুলিশকে জানাতে হবে। যদি মিটিং বা পথসভা প্রশাসনকে না জানিয়ে করেন এবং নির্দিষ্ট সময়ের বাহিরে করেন তখন কোন সমস্যা হলে আমাদের তেমন দায়বার থাকে না। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার পরে এলাকায় কোন বাহিরাগত কোন লোক থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলায় ৬শত পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর