,

আজমিরীগঞ্জে ২য় স্ত্রীর প্ররোচনায় ১ম স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের পশ্চিমবাগ গ্রামে ২য় স্ত্রীর প্ররোচনায় ১ম স্ত্রী আসমা আক্তার (৩২) কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, গতকাল শুক্রবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবার দাবি আসমাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তবে তার স্বামী তৌহিদুল মিয়ার দাবি আছমা আক্তারের স্টোক করে মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের সরাজ উল্লার পুত্র তৌহিদুলের সাথে বিয়ে হয় বানিয়াচং উপজেলার শেখের মহল্লা এলাকার বাচ্ছু মিয়ার কন্যা আছমার। বিয়ের একযুগ পার হলেও তাদের কোলে জুড়ে কোন সন্তান না হওয়ায় তৌহিদ মিয়া ও তার পরিবারের লোকজন আছমাকে প্রায়ই মারপিট করত। গত ২ বছর পূর্বে মাধবপুর উপজেলার সিংগাও গ্রামের নুর মিয়ার কন্যা তকমিনা আক্তার নামে এক যুবতিকে ফের দ্বিতীয় বিয়ে করে তৌহিদ। দ্বিতীয় বিয়ের পর আছমার প্রতি নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার সারাদিন মারপিট করা হয় তাকে। বৃহস্পতিবার রাতেই এক সুযোগে আছমা তার মায়ের সাথে ফোনে জানায় তাকে নির্যাতন করা হচ্ছে। পরদিন গতকাল শুক্রবার সকাল ১০টায় তৌহিদ ও তার ভাইয়েরা আছমাকে অসুস্থ অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আছমার পরিবারের লোকজন হাসপাতালে পৌছলে তারা দাবি করেন আসামাকে ২য় স্ত্রীর পরোচনায় পরে পরিকল্পিত ভাবে হত্যা করে তার স্বামী তৌহিদ মিয়া ও তার পরিবারের লোকজন। পরে খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মোবারক হোসেন লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া সঠিক করে কিছু বলা যাচ্ছে না।


     এই বিভাগের আরো খবর