,

লাখাইয়ে শান্তিপূর্ণভাবে ৬টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত : ২টি আওয়ামীলীগ, ১টি বিএনপি ও ৩টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে উৎসব মুখর পরিবেশে ৬টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে বৃষ্টির কারনে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বৃষ্টি কমার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনে র‌্যাব-পুলিশের পাশাপাশি আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিজিবির টহল ছিল নিয়মিত। ৬টি ইউনিয়নে ২টিতে আওয়ামীলীগ ১টিতে বিএনপি ও ৩টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। ১নং লাখাই ইউনিয়নে (বিএনপি) আরিফ আহমেদ রূপন ৫৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলমগীর আলম তালুকদার মাহফুজ (নৌকা) পেয়েছেন ৫৩৪৯ ভোট। ২নং মুড়াকড়ি ইউনিয়নে আবুল কাশেম মোল্লা ফয়সল, (আওয়ামীলীগ বিদ্রোহী) ৩৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছালাহ উদ্দিন (চশমা) পেয়েছেন ৩১৮৩ ভোট। ৩নং মুড়িয়াউক ইউনিয়নে রফিকুল ইসলাম মলাই (বিএনপি বিদ্রোহী) ৪৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি মাসুক মিয়া পেয়েছেন ৩০৮২ভোট। ৪নং বামৈ ইউনিয়নে এনামুল হক মামুন, (আওয়ামীলীগ বিদ্রোহী) ২৪৭২ পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফারুক আহমেদ পেয়ছেন ২০০৬ ভোট। ৫নং করাব ইউনিয়নে আব্দুল হাই কামাল, (আওয়ামীলীগ) আব্দুল হাই কামাল (নৌকা) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বাদশা মিয়া (মোটর সাইকেল) পেয়েজেন ৩৫৭৬ ভোট। এবং ৬নং বুল্লা ইউনিয়নে শেখ মুক্তার হোসেন বেনু (আওয়ামীলীগ) ৩৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবুল কালাম আজাদ (ধানের শীষ) পেয়েছেন ১৬৯৪ ভোট।


     এই বিভাগের আরো খবর