,

মাধবপুরে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন :৪টি আওয়ামীলীগ-২টি বিএনপি ও ৫টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪টি আওয়ামীলীগ, ২টিতে বিএনপি ও ৫টি স্বতন্ত্র প্রাথী জয় লাভ করেছে। এবারের নির্বাচনে বিএনপির ব্যাপক ভড়াডুবি হয়েছে। দু একটি কেন্দ্রে ছোট খাট কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে প্রশাসন সতর্ক থাকার ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ১নং ধর্মঘর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নিবাচিত হয়েছেন বিএনপির প্রাথী সামসুল ইসলাম কামাল তিনি পেয়েছেন ৬ হাজার ৮শ ৬৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী ফারুক আহাম্মেদ (পারুল) পেয়েছেন ৬ হাজার ৩শ ৩৯ ভোট। ২নং চৌমুহনী ইউনিয়নে বিএনপির প্রাথী মাহবুবুর রহমান সোহাগ কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয় পেয়েছেন আওয়ামীলীগ প্রার্থী আপন মিয়া। আপন মিয়া পেয়েছেন ১০ হাজার ৩শ ৩৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি মাহবুবুর রহমান সোহাগ পেয়েছেন ৬ হাজার ১শ ৯৪ ভোট। ৩নং বহরা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আলাউদ্দিন কে পরাজিত করে জয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান। আরিফুর রহমান পেয়েছেন ৭ হাজার ১শ ৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আলাউদ্দিন পেয়েছেন ৫ হাজার ১শ ৭৮ ভোট। ৪নং আদাঐর ইউনিয়নে আওয়ামীলীগ প্রাথী মোঃ ফারুক পাঠান ৪ হাজার ৩শ ৪৬ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রাথী মীর মোঃ খোরশেদ আলম পেয়েছেন ৩ হাজার ১শ ২২ ভোট। ৫নং আন্দিউড়া ইউনিয়নে বেসরকরি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রাথী আলহাজ্ব আতিকুর রহমান আতিক তিনি পেয়েছেন ৫ হাজার ৪শ ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী হাজী অলি উল্লাহ পেয়েছেন ৩ হাজার ৫ শ ৯৮ ভোট। শাহজাহানপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী তৌফিক আলম চৌধুরী পেয়েছেন ৫ হাজার ৭শ ১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রাথী মোঃ পারভেজ হোসেন চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৬শ ৬৩ ভোট। জগদিশপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রাথী মোঃ শফিকুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৪শ ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রাথী আজিজুর রহমান বাচ্চু পেয়েছেন ৬ হাজার ৬শ ৬৫ ভোট। বুল্লা ইউনিয়ে বিএনপির প্রাথী সামসুল ইসলাম মামুন পেয়েছেন ৩ হাজার ৪শ ৪৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রাথী মিজানুর রহমান পেয়েছেন ৩ হাজার ২শ ২০ ভোট। নয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী সৈয়দ আলমগীর পেয়েছেন ৬ হাজার ১শ ৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ প্রাথী মুজাহিদ বিন ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট। ছাতিয়াইন ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী শহীদ উদ্দিন আহাম্মেদ পেয়েছেন ৪ হাজার ৭ শ ৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়াসীলীগ প্রাথী খায়রুল হোসাইন মনু পেয়েছেন ৩ হাজার ৮ শ ২৮ ভোট। বাঘাসুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী সাহাব উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৬শ ৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন আওয়ামীলীগ প্রাথী মোঃ আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া পেয়েছেন ৬ হাজার ৭৭ ভোট। গতকাল রাতে উপজেলা রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর