,

ফের বাড়ল মোবাইলে কথা বলার খরচ

সময় ডেস্ক ॥ কয়েক মাসের ব্যবধানেই ফের মোবাইল ফোনের সেবার উপর বাড়তি ২ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হলো। ফলে বেড়ে গেল মোবাইল ফোনে কথা বলার খরচ। বর্তমানে মোবাইল ফোন সেবার উপর ৩ শতাংশ সম্পূরক শুল্ক থাকলেও (৩য় পৃষ্ঠায় দেখুন) এটি বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর আগে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে গ্রাহককে ১৯ শতাংশ খরচ করতে হচ্ছিল। নতুন ২ শতাংশ বৃদ্ধির ফলে গ্রাহককে এখন ১০০ টাকার সেবা নেওয়ার বিপরীতে ১২১ টাকা দিতে হবে। এটি গতকাল থেকেই কার্যকর হওয়ার কথা। কথা বলা ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে ক্ষুদে বার্তা কিংবা ইন্টারনেট ব্যবহারেও একইভাবে খরচ বাড়বে। গ্রাহকের আঙ্গুলের ছাপসহ মোবাইল ফোনের সিম পুন:নিবন্ধন হওয়ার পর বর্তমানে দেশের প্রায় মোবাইল ফোনের সক্রিয় সিম ১০ কোটির কিছু বেশি। সরকারি টেলিটক ছাড়াও গ্রামীণফোন, বাংলা লিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইল ফোন সেবা দিয়ে যাচ্ছে। নতুন এ শুল্ক আরোপের ফলে গ্রাহকের পকেট থেকে বাড়তি প্রায় ৫শ কোটি টাকা যাবে। এর শিকার হবে স্বল্প আয়ের মানুষও।


     এই বিভাগের আরো খবর